For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হামলার আশঙ্কা! বদলানো হল দিলীপ ঘোষের বাড়ি

সল্টলেকে বিজেপি রাজ্য সভাপতির বাড়ি বদল করা হল। যে বাড়িতে থাকতেন তিনি, সেই বাড়ির নিরাপত্তা যথাযথ নয়।

  • |
Google Oneindia Bengali News

সল্টলেকে বিজেপি রাজ্য সভাপতির বাড়ি বদল করা হল। যে বাড়িতে থাকতেন তিনি, সেই বাড়ির নিরাপত্তা যথাযথ নয়। পাশাপাশি বিদেশি এজেন্সির মাধ্যমে তাঁর ওপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছে বলে সম্প্রতি রিপোর্ট দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপরেই বাড়ি বদল করা হয়। দিলী ঘোষ জানিয়েছেন, পুরনো বাড়িতে ঢিল পড়েছিল। এছাড়াও গাড়ি রাখা এবং অতিথিদের অর্ভ্যর্থনায় সমস্যা তৈরি হয়েছিল।

বুধবার থেকেই নতুন বাড়িতে দিলীপ

বুধবার থেকেই নতুন বাড়িতে দিলীপ

বুধবার রাত থেকেই নতুন বাড়িতে থাকতে শুরু করেছেন দিলীপ ঘোষ। আগে তাঁর ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকলেন বর্তমানে তাঁর নিরাপত্তা জেড ক্যাটেগরির। সূত্রের খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই এই বাড়ি বদল।

নির্বাচনের আগে হামলা

নির্বাচনের আগে হামলা

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষের কনভয়ের ওপর হামলা হয়েছে। তারপর তাঁর সুরক্ষা বাড়ানো হয়।

নিরাপত্তা নিয়ে দিলীপ ঘোষ

নিরাপত্তা নিয়ে দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ জানিয়েছেন, সল্টলেকের যে বাড়িতে তিনি থাকতেন সেখানে একতলায় নিরাপত্তারক্ষীরা থাকতেন। সংখ্যা তাঁরা ছিলেন ১৮ জন। তিনি থাকতেন দোতলায়। বর্তমানে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে ৩০ করা হয়েছে। এত নিরাপত্তরক্ষী থাকার জায়গা সেখানেই নেই। সেই কারণেই বাড়ি বদল করা হয়েছে।

[আরও পড়ুন:চিদাম্বরমকে নিয়ে 'কৌশলী' মমতা! প্রশ্ন তুললেন শুধুমাত্র গ্রেফতারির পদ্ধতি নিয়ে][আরও পড়ুন:চিদাম্বরমকে নিয়ে 'কৌশলী' মমতা! প্রশ্ন তুললেন শুধুমাত্র গ্রেফতারির পদ্ধতি নিয়ে]

English summary
BJP leader Dilip Ghosh changes his house in Salt lake due to security threat. Sources said, there was security threat alert by the central agencies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X