For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল মহাসচিবকে প্রণাম বিজেপি নেত্রী বৈশাখীর! 'উপলব্ধি'র কথা নিয়ে জল্পনা তুঙ্গে

জল্পনা বাড়িয়ে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

জল্পনা বাড়িয়ে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজয়ার প্রণামের পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা জানাতে যাওয়া বলেছেন বৈশাখী। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অনেক কথাই হয়েছে, তবে সব কথা প্রেসকে বলার মতো নয়।

পার্থর বাড়িতে বৈশাখী

পার্থর বাড়িতে বৈশাখী

দীপাবলির আগের দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফোন করেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সময় চেয়েছিলেন তিনি। এদিন দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে দুজনের কথা হয় প্রায় দুঘন্টা। বিজয়ার প্রণামের পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা জানাতেই যাওয়া বলে জানিয়েছেন বৈশাখী। তিনি বলেছেন, কলেজের সমস্যাও পেন্ডিং ছিল। পাশাপাশি তিনি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তিনি ঝুঁকেই থাকবেন।

'রাজনীতি নিয়ে কথা হয়েছে'

'রাজনীতি নিয়ে কথা হয়েছে'

বৈশাখী বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি এখন রাজনীতি থেকে অনেক দূরে। তবে তিনি এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেই রাজনীতির মানুষ। তাই দুনের মধ্যে রাজনীতি নিয়ে কথা হওয়া স্বাভাবিক।

জানিয়েছেন দুঃখ, যন্ত্রণার কথা

জানিয়েছেন দুঃখ, যন্ত্রণার কথা

বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন। জানিয়েছেন দুঃখ-যন্ত্রণার কথাও।

উঠল শোভন প্রসঙ্গ

উঠল শোভন প্রসঙ্গ

এদিন কথা প্রসঙ্গে স্বাভাবিক ভাবেই উঠে আসে শোভন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, শোভনকে সক্রিয় দেখছেন না তিনি। একথা বলেও তিনি বলেন, শোভনদা শোভনদার কথা বলবেন। তবে তিনি চান শোভন চট্টোপাধ্যায় সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরুন। তবে তাঁকে দল কীভাবে সক্রিয় করবে, তা দলই ঠিক করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

পার্থ দিলেন সাফাই

পার্থ দিলেন সাফাই

পার্থ চট্টোপাধ্যায় বলেছেন একজন শিক্ষামন্ত্রীর কাছে একজন অধ্যাপিকা আসতেই পারেন। এপ্রসঙ্গে শুক্রবার তিনি বিভিন্ন সংগঠনের অধ্যাপকদের সঙ্গে আলোচনার প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, অনেক কথাই হয়েছে। কথা হয়েছে শোভন প্রসঙ্গেও। তবে সব কথা প্রেসকে বলার মতো নয় বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

অগাস্টে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে

অগাস্টে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে

১৪ অগাস্ট দিল্লিতে শোভন চট্টোপাধ্যায় এবম বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার আগে ৯ অগাস্ট অভিযোগ ও ইস্তফাপত্র জমা দিতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি পার্থ চট্টোপাধ্যায়। তবে অভিযোগ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছিলেন তিনি।

English summary
BJP leader Baishakhi Banerjee meets Partha Chatterjee at his residence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X