For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ভোটব্যাঙ্কে চুপিসারে থাবা মুকুল-দিলীপদের! সংখ্যালঘু ‘মুখ’ বাড়ছে বিজেপিতে

লোকসভায় ভোটের আগে তৃণমূলের সংখ্যালঘু ভোট-ব্যাঙ্কে থাবা বসানোই মূল লক্ষ্য বিজেপির। সেজন্য পরিকল্পনামাফিক এগোতে চাইছেন দিলীপ ঘোষ-মুকুল রায়রা।

Google Oneindia Bengali News

লোকসভায় ভোটের আগে তৃণমূলের সংখ্যালঘু ভোট-ব্যাঙ্কে থাবা বসানোই মূল লক্ষ্য বিজেপির। সেজন্য পরিকল্পনামাফিক এগোতে চাইছেন দিলীপ ঘোষ-মুকুল রায়রা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের মহাসমাবেশের দিনেই চুপিসারে দুই প্রাক্তন তৃণমূলী সংখ্যালঘু নেতাকে ঘরে তুলে নিল বিজেপি। এর আগেই এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল, আবার তৃণমূলের ভোটব্যাঙ্কে আঘাত হানতে তৈরি বিজেপি। এখন আবার কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কেড়েও বাড়তে চাইছেন মুকুল-দিলীপরা।

তৃণমূলের ভোটব্যাঙ্কে চুপিসারে থাবা মুকুল-দিলীপদের! সংখ্যালঘু ‘মুখ’ বাড়ছে বিজেপিতে

একুশে জুলাই বিজেপি মুর্শিদাবাদের রেজিনগর ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সভা করে দুই সংখ্যালঘু নেতাকে বিজেপিতে যোগদান করেন। হুমায়ুন কবীর ও আবদুল করিম দুজনেই পূর্ব তৃণমূল যোগ ছিল। তাঁরা দুজনেই মমতার মন্ত্রিসভার সদস্য ছিলেন একটা সময়। ফলে তাঁদের দুজনকে বিজেপির সঙ্গী করার অর্থ সংখ্যালঘু ভোটব্যাঙ্ক বৃদ্ধি করা।

মুকুল রায় বিজেপিতে যোগদানের পরই সংখ্যালঘু নেতৃত্বকে দলে নেওয়ার ব্যাপারে তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল। মুকুলের যোগদানের সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী তৃণমূলের একাংশ সংখ্যালঘু কর্মী যোগ দিয়েছিলেন বিজেপিতে, তারপর পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান আনিসুর রহমানের যোগদানে বিজেপি শক্তিশালী হয়েছিল অধিকারী গড়ে।

তারপর উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের আগে তিন তালাক-খ্যাত ইশরাত জাহান ও তাঁর আইনজীবী নাজিয়া ইলাহিকে দলে নিয়ে আসেন দিলীপ ঘোষরা। এছাড়া একরাশ সংখ্যালঘু নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে দল ছেড়ে মুকুলের হাত শক্ত করেন। তবে সে অর্থে বড় কোনও সংখ্যালঘু নেতা তৃণমূল ছাড়েননি।

বর্তমানে আবদুল করিম চৌধুরী ও হুমায়ুন কবীর বড় মুখ হলেও, তাঁরা কেউ তৃণমূল ভেঙে দলে আসেননি। ২০১৬ সালে হুমায়ুন কবীর তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসেন। তিনঘাটের জল খেয়ে গেলেন বিজেপিতে। আর ২০১৭ সালে আবদুল করিম তৃণমূল ছেড়ে 'বাংলা বিকাশ কংগ্রেস' নামে নতুন দল গড়েন। করিম সরাসরি যোগ দেননি বিজেপিতে। তিনিও ন তিন ঘাটের জল খেয়ে মুকুল রায়ের হাত ধরলেন

[আরও পড়ুন:তৃণমূল নেত্রী হতাশ, তারিফ পাচ্ছেন না দলেই! কটাক্ষে আর যা বললেন বাবুল, দেখে নিন ভিডিও][আরও পড়ুন:তৃণমূল নেত্রী হতাশ, তারিফ পাচ্ছেন না দলেই! কটাক্ষে আর যা বললেন বাবুল, দেখে নিন ভিডিও]

প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী তাঁর বাংলা বিকাশ কংগ্রেস এনডিএ-তে যোগ দিল এদিন। মুকুল রায়ের উপস্থিতিতে পুরো বাংলা বিকাশ কংগ্রেসকে নিয়েই বিজেপির সঙ্গী হলেন আবদুল করিম চৌধুরী। এর আগে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতিকেও বিজেপিতে নাম লিখিয়ে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক বাড়াতে তৎপর হয়েছিল মুকুল রায়রা।

[আরও পড়ুন:'মোদীর মেডিক্যাল টেস্ট করা হোক', কেন এমন দাবি বিজেপি নেতা সুব্রহ্মমণ্যম স্বামীর][আরও পড়ুন:'মোদীর মেডিক্যাল টেস্ট করা হোক', কেন এমন দাবি বিজেপি নেতা সুব্রহ্মমণ্যম স্বামীর]

English summary
BJP is trying to capture minority vote of TMC before Loksabha Election. Humayun Kabir and Abdul Karim Chowdhury join in BJP on 21 July,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X