For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচন! গুরুত্বপূর্ণ ইস্যু ব্যুমেরাং হওয়ার আশঙ্কায় শঙ্কিত বিজেপি

বিজেপি টার্গেট পশ্চিমবঙ্গে ২০২১-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ইস্যু নিয়ে জোরদার চর্চা চলছে। এনআরসি ইস্যুকে হাত ছাড়া করতে রাজি নয় দলের একটা অংশ।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি টার্গেট পশ্চিমবঙ্গে ২০২১-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে ইস্যু নিয়ে জোরদার চর্চা চলছে। এনআরসি ইস্যুকে হাত ছাড়া করতে রাজি নয় দলের একটা অংশ। কিন্তু অপর অংশ এর বিরোধিতা করছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপি এখনও নিশ্চিত নয়, যাঁরা দেশভাগের সময় ভারতে এসেছিলেন, তাঁরা কীভাবে এতে প্রতিক্রিয়া জানাবেন তা নিয়ে।

উপনির্বাচন দেখেই সিদ্ধান্ত

উপনির্বাচন দেখেই সিদ্ধান্ত

বিজেপি বলছে, আসন্ন উপনির্বাচনে এনআরসি ইস্যু কীভাবে কাজ করে, তা দেখেই বিধানসভা নির্বাচনে এনআরসিকে ইস্যু করা হবে কিনা তা নিয়ে ভাবতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বিজেপির এক সিনিয়র নেতা বলেছেন, যদি উপনির্বাচনের ফল বিজেপির প্রত্যাশার নিচে চলে যায়, তাহলে ২০২১-এর নির্বাচনে এনআরসিকে সামনে আনা নাও হতে পারে।

বিজেপির নজরে করিমপুর আর কালিয়াগঞ্জ

বিজেপির নজরে করিমপুর আর কালিয়াগঞ্জ

এবারের উপনির্বাচনে এনআরসি নিয়ে বিজেপির পরীক্ষা কেন্দ্র হল সীমান্তবর্তী দুই কেন্দ্র উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং নদিয়ার করিমপুর। এই দুই কেন্দ্রের অনেকেই দেশভাগের পর এদেশে এসেছিলেন। এইসব ভোটারদের দিকে তাকিয়ে বিজেপি।

বিরূপ ফলের আশঙ্কা

বিরূপ ফলের আশঙ্কা

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাংলায় এনআরসির আতঙ্ক বিজেপির নির্বাচনী ফলে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

নেতাদের বিরূপ মন্তব্য বিভ্রান্তি

নেতাদের বিরূপ মন্তব্য বিভ্রান্তি

এনআরসি নিয়ে রাজ্য বিজেপির অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। এর মধ্যে রয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে এনআরসি হবে এবং তাতে ২ কোটি মানুষের নাম বাদ যেতে পারে। এই মন্তব্যে রাজ্য জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

 বাঙালি বিরোধী বলে পথে নেমেছে তৃণমূল

বাঙালি বিরোধী বলে পথে নেমেছে তৃণমূল

এই বিরূপ মন্তব্যকে হাতছাড়া না করে লুফে নিয়েছে তৃণমূল। ইতিমধ্যে তারা বিষয়টি নিয়ে পথেও নেমেছে। পাশাপাশি এনআরসিকে বাঙালি বিরোধী বলেও প্রচার শুরু করেছে তারা। এনআরসির মাধ্যমে রাজ্য থেকে বাঙালিদের তাড়ানোর চেষ্টা চলেছে বলে অভিযোগ করেছে রাজ্যের শাসক দল।

চূড়ান্ত ঘোষণা করবেন অমিত শাহ

চূড়ান্ত ঘোষণা করবেন অমিত শাহ

রাজ্য বিজেপির এক নেতা জানিয়েছে, এনআরসি নিয়ে সাধারণ মানুষের মন যাচাই করে নিতে চান সভাপতি অমিত শাহ। তা এই উপনির্বাচনেই সম্ভব হবে। উপনির্বাচনের ফল বেরনোর পরেই ইস্যুটি নিয়ে চূড়ান্ত ঘোষণা করবেন অমিত শাহ।

English summary
BJP is in two minds over upholding the NRC issue in West Bengal election in 2021. They will decide on this issue after the byelections results come.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X