For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় এখন চাই বড় ঘর! ২০২১-এর আগেই চাপ বাড়াচ্ছে রাজ্য বিজেপি

পশ্চিমবঙ্গে বাড়ছে বিজেপি। শুধু জন প্রতিনিধিত্বেই নয়, রাস্তাঘাটে, অফিস আদালতে সংগঠন বাড়িয়ে চলেছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে বহরে বেড়েছে বিজেপির। শুধু জন প্রতিনিধিত্বেই নয়, রাস্তাঘাটে, অফিস আদালতে সংগঠন বাড়িয়ে চলেছে বিজেপি। অন্য জায়গায় সামলে নিতে পারলেও বিধানসভা সংখ্যা বৃদ্ধিতে পেরে উঠছে না তারা। পরিষ্কার করে বলতে গেলে বিধানসভায় বসার ঘর নিয়ে পেরে উঠছে না তাঁরা। বিজেপি পরিষদীয় নেতা মনোজ টিগ্গা জানিয়েছেন অধ্যক্ষের কাছে আরও বড় ঘরের জন্য আবেদন জানাতে চলেছেন তাঁরা।

বিধানসভায় বিজেপি ২ থেকে ১৪

বিধানসভায় বিজেপি ২ থেকে ১৪

২০১৬-র বিধানসভা নির্বাচনে বিজেপি দখল করেছিল মাত্র ২ টি আসন। গত লোকসভার সঙ্গে হওয়া বিধাানসভা কেন্দ্রগুলির উপনির্বাচনে বিজেপি সব থেকে বেশি চারটি আসন পায় পায়। আর লোকসভার পরবর্তী সময় থেকে গত সপ্তাহ পর্যন্ত শুভ্রাংশু রায় এবং শোভন চট্টোপাধ্যায়দের নিয়ে বিজেপির আসন সংখ্যা পৌঁছে গিয়েছে ১৪তে।

 বিজেপির দাবি বড় ঘর

বিজেপির দাবি বড় ঘর

বিজেপি পরিষদীয় নেতা মনোজ টিগ্গা জানিয়েছেন, ২ থেকে ১৪ জন হয়েছে তাদের বিধায়ক সংখ্যা। ফলে ২ জনের বরাদ্দ করা ঘরে ১৪ জনের বসা সম্ভব হচ্ছে না। সেই কারণ
দেখিয়ে অধ্যক্ষের কাছে আরও বড় ঘরের জন্য আবেদন জানাতে চলেছেন তাঁরা।

 তৃণমূলের অবস্থান নিয়ে জল্পনা

তৃণমূলের অবস্থান নিয়ে জল্পনা

একদিকে যেমন বিজেপি দলত্যাগী বিধায়কদের ইস্তফা দিতে বলতে রাজি নয়, অন্যদিকে তৃণমূল তাদের দল-ত্যাগী বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে রাজি নয় বলেই সূত্রের খবর। কেননা ইতিমধ্যেই মুকুল রায়, অর্জুন সিংরা জানিয়ে রেখেছেন কম করে ১০৭ জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে নিজেদের অস্বস্তি আগে থেকে বাড়াতে রাজি নয় তাঁরা।

English summary
BJP is going to claim bigger house in the Assembly for increasing no of MLAs. In the last assemblyelection BJP won only 2 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X