বিজেপিতে গেলেই 'কালি' ধুয়ে সাফ! তৃণমূল নেত্রী নাম দিলেন নামী ব্রান্ডের ওয়াশিং পাউডার
বিজেপিতে গেলেই সারদা নারদা ধুয়ে সাফ। সিবিআইও ডাকে না, ইডিও ডাকে না। এমনটাই মন্তব্য তৃণমূল সাংসদ দোলা সেনের। তিনি বিজেপিকে একটি নামী ব্র্যান্ডের ওয়াশিং পাউডার বলে কটাক্ষ করেন। মোদীর শাসনকে তুঘলকি শাসন এবং মোদীকে হিটলারি বাদশা বলেও কটাক্ষ করেন তিনি।

দোলা সেন বলেন, দুমাস আগে হওয়া লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল খারাপ হয়েছে। তাতে চারিদিকে গেল গেল রব ওঠে। প্রশ্ন উঠছে ২১-এ কি পারবে তারা। এমন চিন্তু করছেন যাঁরা, তাঁদের মধ্যে এমন আছেন, যাঁরা বিজেপিতে যাওয়ার পরেই পরিষ্কার হয়ে গিয়েছেন। তৃণমূলে থাকার সময় তাঁদের বিরুদ্ধে সারদা নারদার কারণে ইডি, সিবিআই ছিল। কিন্তু বিজেপিতে যাওয়ার পর থেকে সিবিআই ইডি কেউই ডাকে না। সারদা নারদাও ধুয়ে সাফ। সেই কারণে বিজেপিকে তিনি একটি নামী ব্র্যান্ডের ওয়াশিং পাউডার বলে কটাক্ষ করেন।
মঙ্গলবার সল্টলেকে বিদ্যুৎ ভবনের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পুর্ষদের এমপ্লয়িজ ইউনিয়নের (আইএনটিটিইউসি) তরফে ডিও ও পে কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। পরে জানা যায় কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে।