For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের ইচ্ছা! হঠাৎই রাজ্যে বিজেপির রথযাত্রার সূচির পরিবর্তন

হঠাৎই রাজ্য বিজেপির রথযাত্রার দিনের পরিবর্তন। ৩ ডিসেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রীর সূচনা করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

হঠাৎই রাজ্য বিজেপির রথযাত্রার দিনের পরিবর্তন। ৩ ডিসেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে রথযাত্রীর সূচনা করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ৭ ও ৯ ডিসেম্বর কোচবিহার এবং সাগর থেকেও রথযাত্রার সূচনায় থাকতে চলেছেন অমিত শাহ। রথযাত্রা উপলক্ষে রাজ্যে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তবে তারা সভায় অংশ নেবেন বলে জানা গিয়েছে।

রথযাত্রার সূচির পরিবর্তন

রথযাত্রার সূচির পরিবর্তন

রাজ্যে বিজেপির রথযাত্রার দিনের পরিবর্তন। ৩ ডিসেম্বরের বদলে তা শুরু হবে ৫ ডিসেম্বর। বিজেপি সূত্রে খবর, প্রায় ৪৫ দিন রাজ্যে রথ চলবে। এক-এক দিনে রথ কম করে তিনটি বিধানসভা এলাকায় ঘুরবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাজস্থানে ভোট নিয়ে ব্যস্ত থাকার জন্য অমিত শাহ ৩ ডিসেম্বর আসতে পারবেন না। সেই জন্যই এই পরিবর্তন।

উদ্বোধনে অমিত শাহ

উদ্বোধনে অমিত শাহ

নতুন সূচি অনুযায়ী ৫, ৭ ও ৯ ডিসেম্বর তারাপীঠ, কোচবিহার এবং সাগর থেকে রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উপস্থিত থাকার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের।

রথেই উঠবে ঝড়

রথেই উঠবে ঝড়

রথেই উঠবে ঝড়। এমনটাই মনে করছে বিজেপি নেতৃত্ব। সেই মতো কর্মসূচিও তৈরি করা হয়েছে। রথে লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে বিজেপির সাফল্য প্রচার করা হবে।

রথযাত্রার শেষ হবে ব্রিগেডে মোদীর সভা দিয়ে

রথযাত্রার শেষ হবে ব্রিগেডে মোদীর সভা দিয়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দিয়ে রাজ্যব্যাপী বিজেপির রথযাত্রা কর্মসূচির শেষ হবে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির দিল্লি দখলের মূল প্রচার শুরু হবে ব্রিগেডের ওই সভা থেকেই। প্রায় ৪৫ দিন রথযাত্রার পর জানুয়ারির শেষ সপ্তাহে ব্রিগেডে সভা করবে বিজেপি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে কমপক্ষে ২০ জন কেন্দ্রীয় মন্ত্রীর।

বিজেপির লক্ষ্য রথযাত্রার মাধ্যমে রাজ্যের কোণে কোণে পৌঁছে যাওয়া। কিন্তু সেক্ষেত্রে কতগুলি জায়গায় প্রশাসনের তরফ থেকে রথযাত্রার অনুমতি দেওয়া হয়, সেটাই এখন প্রশ্নের।

English summary
BJP has changed its Rath Yatra date in West Bengal now from 5th December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X