For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচন কি বাতিল হয়ে যাবে! ফের মামলায় অশনি সংকেত দেখছে রাজ্য

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার জটাজাল কাটছেই না কিছুতেই। পঞ্চায়েত ভোট মিটলেও অনিশ্চয়তা কাটছে না কিছুতেই।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার জটাজাল কাটছেই না কিছুতেই। পঞ্চায়েত ভোট মিটলেও অনিশ্চয়তা কাটছে না কিছুতেই। নির্বাচনের নির্ধারিত নির্ঘণ্টের চারদিন আগেও ভোট হবে কি না স্থির ছিল না, এখন পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরও আবার মামলার ঘেরাটোপে পড়তে চলেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোট।

পঞ্চায়েত নির্বাচন কি বাতিল হয়ে যাবে! ফের মামলায় অশনি সংকেত দেখছে রাজ্য

ফের বিজেপি কোমর বাঁধছে পঞ্চায়েত ভোট নিয়ে আইনি যুদ্ধে। বিজেপির বুদ্ধিজীবী মঞ্চ কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছে পঞ্চায়েত নির্বাচন বাতিলের দাবিতে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ মেনে এই ভোট হয়নি। ফলে রাজ্যের পঞ্চায়েত ভোট অবৈধ। ভোটের সমস্ত প্রক্রিয়া বাতিল করে নতুন করে ভোট করতে হবে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট শর্ত দিয়েছিল নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করে সুষ্ঠুভাবে ভোট করতে হবে। কিন্তু সেই শর্তের কিয়দংশও রাখতে পারেনি রাজ্য ও নির্বাচন কমিশন। অশান্তি-হিংসা-রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ভোট হয়েছে। ভোটদান যেমন অবাধ হয়নি, তেমনই পাল্লা দিয়ে রিগিং হয়েছে। এমনকী ভোট গণনার দিনেও ছাপ্পা চলেছে অবাধে।

তাই কলকাতা হাইকোর্টে বিজেপির বুদ্ধিজীবী সেল মামলা করে ভোট বাতিলের আবেদন জানিয়েছেন। এই মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। গ্রীষ্মের ছুটির পর পঞ্চায়েত মামলার শুনানি হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টেও একটি পঞ্চায়েত মামলা ঝুলে রয়েছে। বিরোধীদের মনোনয়ন জমা দিতে না পারা আসনগুলির ভবিষ্যৎ কী হবে, আবার ভোট হবে, নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, তা নিয়ে সিদ্ধান্তও গ্রীষ্মের ছুটির পর।

English summary
BJP files again a suit to cancel the Panchayat Election of West Bengal. High Court hears that after summer vacation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X