For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহ গিয়েছিলেন যেখানে, সেখানে বুথ এজেন্ট পেল না বিজেপি

চেতলা লকগেট এলাকায় যেখানে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, সেই এলাকায় কলকাতা পুরসভার উপ নির্বাচনে বুথ এজেন্ট পেল না বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

চেতলা লকগেট এলাকায় যেখানে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, সেই এলাকায় কলকাতা পুরসভার উপ নির্বাচনে বুথ এজেন্ট পেল না বিজেপি। রবিবার ৮২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন হয়। শ্যাম বোস রোডে শিশু বিদ্যা নিকেতন-সহ আশপাশের একাধিক বুথে সকালে ছিল না বিজেপির কোনও এজেন্ট। এই এলাকাতেই ২০১৭-র এপ্রিলে 'বিস্তার অভিযান'-এ গিয়েছিলেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ।

অমিত শাহ গিয়েছিলেন যেখানে, সেখানে বুথ এজেন্ট পেল না বিজেপি

২০১৭-র এপ্রিল। বিস্তার অভিযান-এ পশ্চিমবঙ্গে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুরু হয়েছিল সেই অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রের অধীন এই এলাকাকে বেছে নেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে। ৮২ নম্বর ওয়ার্ডেই রয়েছে ভবানীপুর কেন্দ্রের ২৬৯ নম্বর বুথ। চেতলা লকগেট বস্তি নামেই খ্যাত। তৃণমূলের এহেন দুর্গেই হানা দিয়েছিলেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। সেখানে অমিত শাহের কনভয় ঢুকতেই পুষ্পবৃষ্টি করা হয়েছিল। বেজেছিল শাঁখ, ঢাক। অমিত শাহ একটা দুপুর কাটিয়ে দিয়েছিলেন এলাকায়। চারটি বাড়ির কোনওটিতে ফল, কোনওটায় রসগোল্লা মুখে দিয়েছিলেন অমিত শাহ।

এহেন এলাকায় ভোটের দিন বুথে বসার জন্য রবিবার এজেন্ট পেল না বিজেপি। সকাল দশটা নাগাদ চেতলা লকগেটের শ্যাম বোস রোডের শিশু বিদ্যা নিকেতন স্কুলের বুথে শুধুমাত্র তৃণমূলের এজেন্ট। তাহলে কি ইস্যু নিয়ে বস্তির সাধারণ মানুষের সামনে যেতে পারেনি বিজেপি। উঠছে প্রশ্ন। যেখানে রাজ্যে নিজেদের প্রধান বিরোধী শক্তি বলে দাবি করছে বিজেপি, অমিত শাহের পা দেওয়া এমন এলাকায় বুথ এজেন্ট না পাওয়াকে বিজেপির ব্যর্থতা বলেই মনে করছে বিজেপিকে বাদ দিয়ে বিরোধী মহল।

বিজেপির দাবি, তাদের এজেন্টদের ভয় দেখিয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে মেয়র তথা ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফিরহাদ হাকিমের কটাক্ষ, নাচতে না জানলে উঠোন বাঁকা।

English summary
BJP did not get the agent in several booths of ward 82 by election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X