For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ-মুকুলদের এনআরসি-প্রচারের নির্দেশ মোদী-অমিতের, বাংলায় ‘সাবধানী’ বিজেপি

লোকসভার আগে এনআরসি নিয়ে যাতে মানুষের কাছে ভুলবার্তা না যায়, সেই লক্ষ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাবধান করে দিয়েছে বঙ্গ নেতৃত্বকে। অসমের এনআরসিতে মানুষকে তৃণমূল ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে এবার জেলায় জেলায় প্রচারের নির্দেশ দিল বিজেপি। লোকসভার আগে এনআরসি নিয়ে যাতে মানুষের কাছে ভুলবার্তা না যায়, সেই লক্ষ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাবধান করে দিয়েছে বঙ্গ নেতৃত্বকে। অসমের এনআরসিতে মানুষকে তৃণমূল ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূল এনআরসি নিয়ে যাতে মানুষের মনে বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে জন্যই এই পরিকল্পনা নিয়েছে বিজেপি।

দিলীপ-মুকুলদের এনআরসি-প্রচারের নির্দেশ মোদী-অমিতের, বাংলায় ‘সাবধানী’ বিজেপি

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যেমন নির্দেশ দিয়েছেন, জানুয়ারিতে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগে প্রতি বিধানসভায় সভা করতে হবে, তেমনই তিনি জানিয়েছেন, এই সমাবেশে এনআরসি নিয়ে যাতে মানুষের কাছে ভুল বার্তা না যায়, তার প্রচার চালাতে হবে। এমনকী জেলায় জেলায় এই প্রচার চালাতে হবে।

২০১৯-এর লোকসভা ভোটের আগে বিজেপি সতর্ক। তাই লোকসভার প্রচার শুরু করে দেওয়ার বার্তা দিয়েছেন অমিত শাহ। সেই প্রচারের একটা বিষয় হবে এনআরসিও। রাজ্যের নেতাদের জেলায় যেতে হবে আরও বেশি করে। শহরে বসে থেকে গ্রামের ভোট আনা যাবে না। জেলায় জেলায়, ব্লকে ব্লকে ঘুরতে হবে। তৃণমূল যাতে মানুষকে ভুল বোঝাতে না পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

[আরও পড়ুন: রোজভ্যালিকাণ্ডে আরও গ্রেফতারির আশঙ্কা, ২৭০০ কোটি টাকার নয়া মামলা ইডি-র][আরও পড়ুন: রোজভ্যালিকাণ্ডে আরও গ্রেফতারির আশঙ্কা, ২৭০০ কোটি টাকার নয়া মামলা ইডি-র]

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ। আসন্ন লোকসভা নির্বাচন, ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, তারপর অসমের নাগরিকপঞ্জি নিয়ে বিতর্কের বিষয়ে রাজ্য বিজেপির কী করণীয় দিলীপ ঘোষকে তা বুঝিয়ে দেন অমিত শাহ। মোট কথা বাংলার ব্যাপারে এবার অনেক বেশি সতর্ক বিজেপি। ২০১৯-এ বাংলা থেকে ২২টি লোকসভা আসন টার্গেট করেছে বিজেপি। সেই লক্ষ্যে কোনও খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির।

[আরও পড়ুন: মমতার আগেই মোদীর ব্রিগেড! মিশন ২০১৯-এ পরিকল্পনা-বদলের সম্ভাবনা বিজেপির][আরও পড়ুন: মমতার আগেই মোদীর ব্রিগেড! মিশন ২০১৯-এ পরিকল্পনা-বদলের সম্ভাবনা বিজেপির]

English summary
BJP decides to campaign on NRC before Loksabha Election 2019. BJP’s central leadership prepares campaign plan in Bengal before Narendra Modi’s Brigade Rally also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X