For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ব্রিগেড ভরাতে ২৫০ সভা! মিশন ২০১৯-এর লক্ষ্যে ঢাকে কাঠি বিজেপির

২০ জন মন্ত্রীর উপস্থিতিতে বিজেপির তিন রথযাত্রার সূচনা হবে। আর রথযাত্রার সূচনা লগ্ন থেকে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ পর্যন্ত অন্তত ২০০টি সভা করা হবে।

  • |
Google Oneindia Bengali News

ঠিক ছিল ৪০ দিন ধরে রথযাত্রা হবে। তারপর ২৩ জানুয়ারি ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভা। কিন্তু বিজেপি সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের দিনক্ষণ পরিবর্তনের। নেতাজির জন্মদিনে ব্রিগেডে সমাবেশ না করে বিজেপি ৯ জানুয়ারি মোদীর ব্রিগেড সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। দিনক্ষণ চূড়ান্ত করতে স্রেফ দরকার পিএমও-র সবুজ সংকেত।

মোদীর ব্রিগেড ভরাতে ২৫০ সভা! মিশন ২০১৯-এর লক্ষ্যে ঢাকে কাঠি বিজেপির

শনিবার ন্যাশনাল লাইব্রেরিতে প্রশিক্ষণ শিবিরে বিজেপি মোদীর ব্রিগেড সমাবেশ এগিয়ে আনার পাশাপাশি বেশ কয়েকটি ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তিনটি রথযাত্রার দিনক্ষণ পাকা করে যেমন হয়েছে, স্থির হয়েছে ২০ জন মন্ত্রীর উপস্থিতিতে এই তিন রথযাত্রার সূচনা হবে। আর রথযাত্রার সূচনা লগ্ন থেকে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ পর্যন্ত অন্তত ২০০টি সভা করা হবে।

কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ পাঠানো হয়েছে প্রতি বিধানসভায় সভা করতে হবে। সেই হিসেবে ২৯৪টি সভা হয়। কিন্তু মধ্যবর্তী দিন কমে যাওয়ায় সমস্ত বিধানসভায় জনসভা না করা গেলেও ২০০ থেকে ২৫০টি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

[আরও পড়ুন:দিলীপ-মুকুলদের এনআরসি-প্রচারের নির্দেশ মোদী-অমিতের, বাংলায় 'সাবধানী' বিজেপি][আরও পড়ুন:দিলীপ-মুকুলদের এনআরসি-প্রচারের নির্দেশ মোদী-অমিতের, বাংলায় 'সাবধানী' বিজেপি]

এদিনের বৈঠকে দলের রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রাজ্য নেতৃত্বকে আরও সক্রিয় হতে হবে। দলের কর্মীদের এগিয়ে আসতে হবে রথযাত্রা কর্মসূচি সফল করতে। এদিন মোদীর ব্রিগেড সভা বিষয়ক নানা সিদ্ধান্ত ছাড়া এনআরসি-প্রচার নিয়েও আলোচনা হয়।

[আরও পড়ুন:মমতার আগেই মোদীর ব্রিগেড! মিশন ২০১৯-এ পরিকল্পনা-বদলের সম্ভাবনা বিজেপির][আরও পড়ুন:মমতার আগেই মোদীর ব্রিগেড! মিশন ২০১৯-এ পরিকল্পনা-বদলের সম্ভাবনা বিজেপির]

English summary
BJP decides to arrange at least two hundred rally before Modi’s Brigade. Narendra Modi’s Brigade can hold on 9 Janury. Rathyatra are started on 3 December 2018,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X