For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েতের আগে শক্তি বাড়ল তৃণমূলের, বাম-বিজেপি শিবিরে ভাঙন ধরালেন বিধায়ক

ফের শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। হুগলির চুঁচুড়ায় বিজেপি ও সিপিএম ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন দেড় শতাধিক কর্মী। বিজেপি থেকেও ৫০ জন কর্মী তৃণমূলে যোগ দেন এদিন।

Google Oneindia Bengali News

ফের শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস। হুগলির চুঁচুড়ায় বিজেপি ও সিপিএম ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন দেড় শতাধিক কর্মী। সিপিএমের ব্যান্ডেল লোকাল কমিটির সদস্য আওলাত আলি, দৌতল আলির নেতৃত্বে শতাধিক কর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি থেকেও ৫০ জন কর্মী তৃণমূলে যোগ দেন এদিন।

পঞ্চায়েতের আগে শক্তি বাড়ল তৃণমূলের, বাম-বিজেপি শিবিরে ভাঙন ধরালেন বিধায়ক

[আরও পড়ুন: কলকাতার স্কুলে সমকামিতা ছাত্রীদের! অভিযোগ খারিজে কোমর বাঁধলেন অভিভাবকরা][আরও পড়ুন: কলকাতার স্কুলে সমকামিতা ছাত্রীদের! অভিযোগ খারিজে কোমর বাঁধলেন অভিভাবকরা]

সোমবার এক অনুষ্ঠানে চুঁচুড়ার বিধায়ক দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই বিরোধী দল ছেড়ে শাসক দলে যোগদান করলেন দেড় শতাধিক নেতা-কর্মী। তৃণমূলের তরফে দাবি করা হয়, বাম-বিজেপি ছেড়ে দেড় শতাধিক কর্মীর যোগদানে অবশ্যই পঞ্চায়েতের আগে শক্তিশালী হবে তৃণমূল। একইসঙ্গে এই যোগদান বিরোধী শিবিরের কাছে বড় ধাক্কাও।

[আরও পড়ুন: তৃণমূলে শোভন-বিচ্ছেদ আসন্ন! যে পাঁচ কারণে মমতা অসন্তুষ্ট তাঁর প্রিয় কাননের উপর ][আরও পড়ুন: তৃণমূলে শোভন-বিচ্ছেদ আসন্ন! যে পাঁচ কারণে মমতা অসন্তুষ্ট তাঁর প্রিয় কাননের উপর ]

তৃণমূল কংগ্রেসে যোগদান করে আওলাত আলিরা বলেন, 'মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে বামেদের অস্তিত্বরক্ষাই এখন চ্যালেঞ্জের মুখে। ক্রমশই মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সিপিএম। এই অবস্থায় মানুষের কাজ করার জন্যই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি আমরা।'

তিনি বলেন, 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূলের পতাকা তুলে নিলাম।' এদিকে হাওড়ার শ্যামপুরে বাম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান শতাধিক কর্মী। বিজেপির গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক জানান বিজেপিতে যোগদানের কথা।

[আরও পড়ুন:গেরুয়া ডায়েরিতে লেখা আছে সব 'অপরাধ'! ক্ষমতায় এলেই বদলা, হুঁশিয়ারি বিজেপি নেতার ][আরও পড়ুন:গেরুয়া ডায়েরিতে লেখা আছে সব 'অপরাধ'! ক্ষমতায় এলেই বদলা, হুঁশিয়ারি বিজেপি নেতার ]

English summary
BJP and CPM workers join in Trinamool Congress at Hoogly. Tmc is increasing their strength before Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X