For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচারে বেরিয়ে ঝটকা তৃণমূল-সিপিএমকে, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে শপথ রাহুলের

ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। বিজেপির লোকসভা নির্বাচনী কমিটির আহ্বায়ক মুকুল রায়, বিজয় ওঝা, মীনা দেবী পুরোহিতকে সঙ্গে নিয়ে তিনি পুজো দেন ঠনঠনিয়া কালীবাড়িতে। মা কালীর পায়ে ফুল দিয়ে আসন্ন ভোট জিততে মায়ের আশীর্বাদ নেন রাহুলব সিনহা।

প্রচারে বেরিয়ে ঝটকা তৃণমূল-সিপিএমকে, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে শপথ রাহুলের

এদিন প্রায় শ'দেড়েক কর্মী-সমর্থককে নিয়ে প্রচারে নামেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। প্রচার শুরু হয় বিধান সরণি থেকে। বিদ্যাসাগর স্ট্রিট, হেদুয়া মোড়, বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট হয়ে জোড়াবাগান অঞ্চলে শেষ হয় মিছিল। মিছিলের শেষ লগ্নে উপস্থিত হল বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ও।

এই প্রচার অভিযানে সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ৫০ জন কর্মী-সমর্থক। মিছিল শেষে জোড়াবাগানে এক কর্মিসভায় যোগ দিয়ে তাঁরা বিজেপির পতাকা হাতে তুলে নেন। প্রার্থী স্বয়ং তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। এবার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নতুন যুগের সূচনা করবেন বলে আশাবাদী রাহুল।

রাহুল সিনহা বলেন, এবার উত্তর কলকাতায় বিজেপি পতাকা ওড়ানোই তাঁর একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্যে প্রচারে নেমেই তিনি হাতিয়ার করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেলযাত্রাকে। চিটফান্ডকাণ্ডকে হাতিয়ার করেই তিনি ঘায়েল করতে চান প্রতিদ্বন্দ্বীকে।

English summary
BJP candidate Rahul Sinha takes oath to win in North Kolkata Lok Sabha seat. He prays to Thanthania Kalibari for winning against Sudip Banerjee and starts campaigning,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X