For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃতকে নিয়ে ঘৃণ্য রাজনীতি! হামলা বন্ধে এই হুমকি বিজেপি রাজ্য সভাপতির

মৃত ব্যক্তিকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে তৃণমূল। অভিযোগ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। পরিস্থিতি এরকম চলতে থাকলে তারা রাজ্যে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগের দাবি জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ

  • |
Google Oneindia Bengali News

মৃত ব্যক্তিকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে তৃণমূল। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। পরিস্থিতি এরকম চলতে থাকলে তারা রাজ্যে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগের দাবি জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মৃতকে নিয়ে ঘৃণ্য রাজনীতি! হামলা বন্ধে এই হুমকি বিজেপি রাজ্য সভাপতির

সিউড়িতে সংঘর্ষের পরেই মৃত ব্যক্তিকে তাঁদের দলের সমর্থক বলে দাবি করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ঝাড়খণ্ড থেকে শ'য়ে শ'য়ে আসা বিজেপি কর্মীদের গুলিতেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। কলকাতায় একই অভিযোগ করেছেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম।

এরপরেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মৃত শেখ দিলদার তাদের মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক। সে তিন বছর ধরে ওই পদে রয়েছে। মৃত ব্যক্তিকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিরোধীদের আশঙ্কাই সত্যি হল। তিনি, তালিকা ধরে বলেন, উত্তরবঙ্গের একাধিক জায়গার সঙ্গে মুর্শিদাবাদে তাদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে তৃণমূল। একই ঘটনা ঘটেছে বীরভূম থেকে শুরু করে ডায়মন্ডহারবার পর্যন্ত। রাজ্য জুড়ে বিজেপির বারোশোরও বেশি কর্মী-সমর্থককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে আইনের শাসন নেই। নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে তৃণমূল। এমন কী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেও তাঁর নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এররকম চলতে থাকলে রাজ্যে ৩৫৬ ধারা জারি করার দাবি করতে হবে বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।

English summary
BJP attacks Trinamool regarding Panchayat election atrocities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X