For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোয়াপাড়া সিনড্রোম-এ 'ভয়'! উপনির্বাচনে নিজেদের এই প্রার্থীকে বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব

মহেশতলা বিধানসভার উপনির্বাচনের জন্য প্রাক্তন আইপিএস সুজিত ঘোষকে বেছে নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্য থেকে পাঠানো তালিকায় নাম ছিল না সুজিত ঘোষের।

  • |
Google Oneindia Bengali News

মহেশতলা বিধানসভার উপনির্বাচনের জন্য প্রাক্তন আইপিএস সুজিত ঘোষকে বেছে নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, রাজ্য থেকে পাঠানো তালিকায় নাম ছিল না সুজিত ঘোষের। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে সুজিত ঘোষের মতো প্রাক্তন আইপিএসকেই বেছে নেয়। যাতে নোয়াপাড়া উপনির্বাচনের মতো পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

নোয়াপাড়া সিনড্রোম-এ ভয়! উপনির্বাচনে নিজেদের এই প্রার্থীকে বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব

মহেশতলা কেন্দ্রে উপ নির্বাচনের জন্য বিজেপির তরফে তিনজনের নামের তালিকা পাঠানো হয়েছিল দিল্লিতে। সেই তালিকায় একনম্বরে ছিলেন, দলের রাজ্য সহ-সভাপতি রাজকমল পাঠক। কিন্তু রাজকমল পাঠক-সহ তিনজনকে বাদ দিয়ে সুজিত ঘোষকেই বেছে নেয় কেন্দ্রীয় নেতৃত্ব।

নোয়াপাড়া উপনির্বাচনের প্রার্থী নিয়ে বিড়ম্বনায় পড়েছিল বিজেপি। সেই পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

সল্টলেকের বাসিন্দা বর্তমানে রাজ্য বিজেপির বুদ্ধিজীবী সেলের সদস্য সুজিত ঘোষকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি।

একসময়ে সিবিআই-এর যুগ্ম অধিকর্তা ছিলেন সুজিত ঘোষ। রাজ্য পুলিশের ডিজি হোমগার্ড হয়ে অবসর নেন তিনি।

মহেশতলার বিধায়ক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শাশুড়ি কস্তুরি দায়ের মৃত্যুর পর উপনির্বাচন। ২৮ মে উপনির্বাচনের জন্য তৃণমূল ও সিপিএম ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন কস্তুরি দাসের স্বামী ও মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। অন্যদিকে সিপিএম-এর তরফে প্রার্থী করা হয়েছে স্থানীয় যুবনেতা প্রভাত চৌধুরীকে।

English summary
BJP announces their candidate for Maheshtala assembly's by election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X