For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি কর্মীদের ফাঁকি মারার দিন শেষ, পাকা বন্দোবস্ত করল মমতার সরকার

সরকারি কর্মীদের ফাঁকিবাজি প্রথাকে পুরোপুরি লুপ্ত করার পথে এগোল মমতার তৃণমূল সরকার।

  • |
Google Oneindia Bengali News

সরকারি কর্মীদের ফাঁকি মারার অভ্যাস বাম আমল থেকে চলে আসছে। আসি যাই মাইনে পাই, এই প্রবাদ যুগের পর যুগ ধরে সত্যি করে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বাম আমলে এই নৈপুণ্য চূড়ায় উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর এই প্রথায় চিড় ধরলেও তা পুরোপুরি উঠে যায়নি।

সরকারি কর্মীদের ফাঁকি মারার দিন শেষ, পাকা বন্দোবস্ত সরকারের

এবার সরকারি কর্মীদের ফাঁকিবাজি প্রথাকে পুরোপুরি লুপ্ত করার পথে এগোল মমতার তৃণমূল সরকার। সরকারি কর্মীদের হাজিরায় স্বচ্ছ্বতা আনতে আঙুলের ছাপের ব্যবস্থা করা হয়েছিল। তবে সেই পদক্ষেপের ফাঁকফোকর বের করে দিব্যি ফাঁকি মেরে যাচ্ছিলেন অধিকাংশ সরকারি কর্মী।

এবার বায়োমেট্রিক চালু করে সেই অচল কর্মসংষ্কৃতির বিসর্জন দিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সমস্ত সরকারি অফিসে এবার থেকে বায়োমেট্রিক বসবে। তিনটি পরপর লেট হলেই কাটা যাবে একদিনের সিএস বা ক্যাজুয়াল লিভ। এখনি না শুধরে গেলে এরপরে ধাপে ধাপে বেতন কাটা শুরু হবে।

সরকারি অফিসগুলিতে সরকারের সতর্কবাণীর পরও হাজিরা নিয়ে সেরকম কড়াকড়ি নেই। অনেকে দেরিতে এলেও দিব্যি ম্যানেজ করে দিনের পর দিন চলছে। আবার শুধু দেরিতে আসাই নয়, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার রোগও আছে সরকারি কর্মীদের। এই দুটি জিনিসই বায়োমেট্রিক চালু করে বন্ধ করতে চলেছে তৃণমূল সরকার।

English summary
Biometric attendence will be started in West Bengal govt offices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X