For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানের রায়গঞ্জ চাই! সোমেনের জবাব ছেলে হবে কি মেয়ে, ঠিক হয়ে গিয়েছে নাম

আসন্ন লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট এখনও বিশ বাঁও জলে। একদিকে শরিকি-জট অন্যদিকে আসন নিয়ে বিবাদ- দুই জটিলতায় আটকে জোটের ভবিষ্যৎ।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট এখনও বিশ বাঁও জলে। একদিকে শরিকি-জট অন্যদিকে আসন নিয়ে বিবাদ- দুই জটিলতায় আটকে জোটের ভবিষ্যৎ। এদিনই উত্তর দিনাজপুরে গিয়ে রায়গঞ্জ আসনের জন্য সওয়াল করে বিমান বসু বুঝিয়ে দিলেন বামেরা সহজে তাঁদের দাবি ছাড়বে না। সোমেনই সম্মনজনক শর্ত ছাড়া ৪২ আসনে প্রার্থীর হুঙ্কার ছাড়লেন।

বিমানের রায়গঞ্জ চাই! সোমেন দিলেন মোক্ষম জবাব

এদিন বিমান বসু বলেন, বামেরা তৃতীয় বা চতুর্থ হওয়ার জন্য লড়াই করবে না। আর ২২টি আসনও যে তাঁদের হবে না, তা তাঁরা জানেন। তবে যেখানে তাঁরা জিততে পারবেন, তা কিছুতেই ছাড়বেন না। তাঁদের লড়াই যে এক ও দুইয়ের জন্য, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বিমান বসু বলেন, তাঁরা কংগ্রেসকে নিয়ে বিজেপি ও তৃণমূবের বিরুদ্ধে লড়াই করতে চান। কিন্তু সেইসঙ্গে চান রায়গঞ্জ আসনেও লড়াই করতে। এই আসনে যে তাঁরাই প্রার্থী দেবেন, তা জানিয়ে বিমান বলেন, এটা সিপিএমের জেতা আসন, এ আসন ছাড়ার কোনও কারণই নেই।

সোমেন পাল্টা দেন, ছেলে হবে কি মেয়ে হবে জানি না, আগে থেকে নাম রেখে বসলাম। ওসব কথার কোনও মানে নেই। আমরা সম্মানজনক শর্ত চাই। তাছাড়া আমাদের সঙ্গে সরাসরি কথা না বলে বাইরে ওসব বলে বেড়িয়ে লাভ হবে না। প্রয়োজনে আমরা ৪২টি আসনেই লড়াই করব। বিমান বসু বলেন, আসন সমাঝোতার ভিত্তিতেই আমরা রায়গঞ্জে প্রার্থী দেব। আর উত্তর দিনাজপুরের কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, রায়গঞ্জে লড়াই করবে কংগ্রেসই।

English summary
Biman Bose and Somen Mitra starts speech war before building alliance. CPM wants to fight from Roygunj, Congress also wants to fight same seat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X