For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রীয় স্বয়ং সেবকের শলা পরামর্শেই বাংলায় তৃণমূলের জন্ম! বিস্ফোরক বিমান বসু

একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ বিমান বসুর। আজ শুক্রবার 'চোর ধরো জেল ভরো' কর্মসূচি নেওয়া হয়েছে। আর সেই কর্মসূচি অনুযায়ী সিজিও কমপ্লেস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় বামেদের তরফে। আর সেখান থেকেই তৃণমূল সরকারকে নজিরবিহীন আক্রমণ বিমান

  • |
Google Oneindia Bengali News

একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ বিমান বসুর। আজ শুক্রবার 'চোর ধরো জেল ভরো' কর্মসূচি নেওয়া হয়েছে। আর সেই কর্মসূচি অনুযায়ী সিজিও কমপ্লেস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় বামেদের তরফে। আর সেখান থেকেই তৃণমূল সরকারকে নজিরবিহীন আক্রমণ বিমান বসুর।

এমনকি আরএসএসের শলা পরামর্শে বাংলায় তৃণমূলের জন্ম হয়েছে বলেও আক্রমণ তাঁর। পাশাপাশি নবান্নের ১৪ তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের ডাক দেন সেলিম।

বিস্ফোরক বিমান

বিস্ফোরক বিমান

আজ শুক্রবার সিজিও কমপ্লেক্সে বামেদের কর্মসূচিতে যোগ দেন বিমান বসু। আর সেখান থেকে সিবিআই এবং ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, সারদা-নারদার দীর্ঘ ১০ বছর কেটে গেলেও কোনও ফল হয়নি। প্রথমে তদন্তকারী সংস্থাগুলি তদন্ত শুরু করলেও এর কোনও ফল বের হয়না বলে দাবি ফ্রন্ট চেয়ারম্যানের। আর তা বলতে গিয়েই ফের একবার বিজেপি তৃণমূলের আঁতাতের অভিজপগ তোলেন। বিমান বসু বলেন, বাংলায় বামেদের ক্ষয় করতেই রাষ্ট্রীয় স্বয়ং সেবকের শলা পরামর্শেই এখানে অর্থাৎ বাংলাতে তৃণমূলের জন্ম হয়েছে। শুধু তাই নয়, তৃণমূল পার্টিকেও রাষ্ট্রীয় স্বয়ং সেবকের যে ফর্মুলা সেই ফর্মুলা অনুযায়ী পরিচালনা করে বিস্ফোরক দাবি ফ্রন্ট চেয়ারম্যানের।

জবাব তৃণমূলের

জবাব তৃণমূলের

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তৃণমূলের দাবি, বামেরা বাংলা সাইনবোর্ডে পরিণত হয়েছে। কোথায় তাঁরা খুঁজে পাওয়া যায় না। তাদের মুখে এমন কথা মানায় না বলে পালটা দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। একই সঙ্গে বিজেপির এক নেতার মতে, বাংলায় বিজেপি একা লড়াই করছে। মানুষের পাশে আছে। আর তাতেই মানুষ বাংলায় বিজেপিকে অন্যতম প্রধান বিরোধী শক্তিতে পরিণত করেছে। ফলে বামেরা কি বলল তা বিজেপির কিছু যায় আসে না।

অধিকার রক্ষায় আন্দোলন

অধিকার রক্ষায় আন্দোলন

অন্যদিকে বাংলাজুড়ে গণতন্ত্র রক্ষার ডাক বিমান বসুর। তিনি বলেন, শুধু শহরেই নয়, গ্রাম এবং সমস্ত পঞ্চায়েত স্তরে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিবাদে মুখর হতে হবে বলে দাবি। সরকার যেভাবে গ্রামের মানুষের অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার রক্ষা করতে বামেদের রাস্তায় নামতেই হবে বলে দাবি বিমান বসুর। আর প্রত্যেকদিন কেলেঙ্কারি পাহাড় দেখা যাচ্ছে বলেও আক্রমণ তাঁর। অন্যদিকে সেলিম বলেন, পুলিশ এখন মঞ্চের কত মাপ হবে তা দেখছে। তবে একদিন ১৪ তলা থেকে সরকারকে উৎখাত করতে হবে বলেও তোপ বাম নেতার।

আক্রমণ শানিয়েছেন সূর্যকান্ত মিশ্র০

আক্রমণ শানিয়েছেন সূর্যকান্ত মিশ্র০

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ শানিয়েছেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন তৃণমূল চোর হলে দিল্লির সরকার তো ডাকাত। কারোর হাত পরিস্কার নয় বলে দাবি প্রাক্তন রাজ্যের মন্ত্রীর। তাঁর দাবি, তৃণমূল বিজেপিতে যাতায়াত লেগেই আছে। এখানে চোর হিসাবে ধরা পড়ল তো বিজেপিতে চলে গেল, আবার ওদিকে ধরা পড়লে এদিকে। এত চোরজচররে নাম মনে রাখা কঠিন বলে তীব্র আক্রমণ প্রাক্তন বিরোধী দলনেতার।

আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের ১৯ বিধায়ক-নেতার আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের ১৯ বিধায়ক-নেতার

English summary
Biman Bose claims TMC founded as suggestion of RSS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X