For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরকে নিয়ে অমিত শাহের অনুরোধ! নীতীশের দাবিতে মমতার পছন্দ ঘিরে প্রশ্ন

ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে দলের নেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ। সংবাদ এমনটাই দাবি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের।

  • |
Google Oneindia Bengali News

ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে দলের নেওয়ার জন্য তাঁকে অতীতে অনুরোধ করেছিলেন তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ। সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যদিও নীতীশ কুমারের এই বক্তব্য কিছু পুরনো দিনের। প্রশান্ত কিশোরকে নিজের দলের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে নিয়োগ করার আগে কি এই তথ্য মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়নি। নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর

তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর

২০২১-এর দিকে লক্ষ্য রেখে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে নবান্নে চুক্তি করেছে তৃণমূল। এরপর থেকেই বিরোধীদের প্রশ্ন তাহলে কি জনপ্রিয়তায় ভাটা পড়েছে তৃণমূল নেত্রীর। না হলে ১৯৯৮ থেকে ভোটে লড়াই করার পর কেন ইলেকশন স্ট্র্যাটেজিস্টের সাহায্য নিতে হবে তৃণমূল নেত্রীকে। প্রশ্ন তুলেছেন তারা।

বিজেপিকে বুঝতে প্রশান্ত কিশোর

বিজেপিকে বুঝতে প্রশান্ত কিশোর

নির্বাচনী বিশ্লেষকদের মতে রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের স্ট্র্যাটেজি সম্পর্কে ওয়াকিবহাল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপির সম্পর্কে নন। ফলে এই নির্বাচনে তাঁকে পর্যুদস্ত হতে হয়েছে। তাই প্রশান্ত কিশোরকে নিয়োগ করে বিজেপির স্ট্র্যাটেজির কাছাকাছি পৌঁছতে চায় তৃমমূল। মনে করছেন তাঁরা।

নীতীশের দাবিতে চাঞ্চল্য

নীতীশের দাবিতে চাঞ্চল্য

২০১৯-এর নির্বাচনের পর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আলোচনা সভায় অংশ নিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা সংযুক্ত জনতাদলের সভাপতি নীতীশ কুমার। সেখানে তিনি জানিয়েছিলেন, বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ তাঁকে দুদুবার তাদের দলে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এর পরবর্তী সময়ে প্রশান্ত কিশোরকে দলের সহ সভাপতি পদে নিয়োগ করেন নীতীশ কুমার। এই মুহুর্তে প্রশান্ত কিশোর সেই পদে রয়েছেন।

(ছবি সৌজন্য:পিটিআই)

English summary
Bihar CM Nitish Kumar claims Amit Shah request him to take Prashant Kishor to his party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X