For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাল বৃষ্টি হবে না ভূমিকম্প, জানি না! নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা সব্যসাচীর

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কার্যত সংশয় তৈরি করলেন বিধাননগরের মেয়র সব্যসাচী চক্রবর্তী।

  • |
Google Oneindia Bengali News

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কার্যত সংশয় তৈরি করলেন বিধাননগরের মেয়র সব্যসাচী চক্রবর্তী। তিনি কি তৃণমূলের আছেন কিংবা বিজেপিতে যাচ্ছেন কিনা, এই সব প্রশ্নের জবাব দিতে গিয়ে সব্যসাচী দত্ত বলেন, আজ তিনি তৃণমূলেই আছেন। তবে কাল বৃষ্টি হবে না, ভূমিকম্প তা তিনি জানেন না।

কাল বৃষ্টি হবে না ভূমিকম্প, জানি না! নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা সব্যসাচীর

ভোটের ফল বেরনোর পর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। রাজ্য মন্ত্রিসভায় বিধাননগরের বিধায়ক সুজিত বসুর গুরুত্ব বাড়ানো নিয়ে সব্যসাচী কটাক্ষ করেছিলেন বুধবার। তিনি বলেছিলেন, ব্যসাচীর মন্তব্য পচা আলুই ভাল কাজ দিল। ভাল আালু নিজের দলকে জেতাতে পারেনি ।

তাও পুরস্কার দেওয়া হল। মানুষের ভোটে তৃণমূল হেরেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। মুকুল পুত্র বিজেপিতে যাওয়ার পর তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন সব্যসাচী। বলেছিলেনে শুভ্রাংশু তাঁর ভাইপোর মতো। তাই তিনি যেদলেই থাকুন, ভালো থাকুন।

নির্বাচনের আগে সব্যসাচী দত্তের বাড়ি গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এপ্রসঙ্গে সুজিত বসুর মন্তব্য ছিল তৃণমূলের কিছু যায় আসে না। মমতা ব্যানার্জিকে দেখেই লোকে দল করে। মন্তব্য করেছিলেন সুজিত বসু। একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে তা অন্য আলুকে পচিয়ে দেয় বলে মন্তব্য করেছিলেন তিনি।

[আরও পড়ুন: অসমে ভারতীয় সেনা অফিসারকে 'বিদেশী' আখ্যা! এরপরই এনআরসি ইস্যুতে 'সুপ্রিম কোর্ট'-এর বড়সড় নির্দেশ ][আরও পড়ুন: অসমে ভারতীয় সেনা অফিসারকে 'বিদেশী' আখ্যা! এরপরই এনআরসি ইস্যুতে 'সুপ্রিম কোর্ট'-এর বড়সড় নির্দেশ ]

সব্যসাচী দত্তকে নিয়ে শ্রীভূমি স্পোটিং ক্লাবে বৈঠকও করেছিলেন কলকাতার মেয়র সব্যসাচী দত্ত। সেই সময় উত্তর ২৪ পরগনায় তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বিধাননগরের নতুন মেয়র বাছার কথা ঘোষণা করেও নিজের অবস্থান থেকে সরে এসেছিলেন। মুকুল রায়ের অভিসন্ধি বুঝতে না পেয়ে তাঁকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন বলেও মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম।

[আরও পড়ুন: বাংলায় শপথ বাক্য পাঠ করবেন দেবশ্রী! মন্ত্রিত্ব নিয়ে অমিতের ফোন বাঙালি সাংসদকে ][আরও পড়ুন: বাংলায় শপথ বাক্য পাঠ করবেন দেবশ্রী! মন্ত্রিত্ব নিয়ে অমিতের ফোন বাঙালি সাংসদকে ]

English summary
Bidhannagar Mayor Sabyasachi Dutta creates uncertainty over his position in TMC. Last day he criticised Sujit Basu on election results.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X