For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রশক্তি পিছনে লেগেছে! স্বামীর গ্রেফতার নিয়ে তোপ ভারতী ঘোষের

রাষ্ট্রশক্তি তার পিছনে উঠেপড়ে লেগেছে। মিথ্যা মামলায় একজন নিরীহ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করা হয়েছে। নিজের স্বামী এমএভি রাজুর গ্রেফতারি প্রসঙ্গে এমনই অডিও বার্তা দিলেন প্রাক্তন আইপিএস ভারতী

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রশক্তি তার পিছনে উঠেপড়ে লেগেছে। মিথ্যা মামলায় একজন নিরীহ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করা হয়েছে। নিজের স্বামী এমএভি রাজুর গ্রেফতারি প্রসঙ্গে এমনই অডিও বার্তা দিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তবে আদালতের ওপর তাঁর ভরসা আছে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রশক্তি পিছনে লেগেছে! স্বামীর গ্রেফতার নিয়ে সিআইডিকে তোপ ভারতীর

দাসপুর থানায় প্রতারণার মামলা দায়ের করেছিলেন এক ব্যবসায়ী। সেই প্রতারণা মামলায় বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে প্রায় ১১ বার ভবানীভবনে ডেকে পাঠানো হয়েছিল ভারতী ঘোষের স্বামী এমএভি রাজুকে। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে আদালতের নির্দেশকে সামনে রেখে বারবার সেই হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন এমএভি রাজু। অভিযোগ, সেই সব প্রশ্নের উত্তর দেননি রাজু। মঙ্গলবার শুনানির সময় হাইকোর্টের বিচারপতি আগাম জামিনের আর্জি খারিজ করে দেন। এরপরেই আদালত চত্বর থেকেই এমএভি রাজুকে গ্রেফতার করে সিআইডি।

নোটবন্দির সময় বেআইনি ভাবে সোনা কেনাবেচা এবং ভয় দেখিয়ে প্রতারণা সংক্রান্ত মামলা দাসপুর থানায় দায়ের করা হয়েছিল। মামলাটি দীর্ঘদিন আদালতের বিচারাধীন ছিল। এর আগে ভারতী ঘোষ এবং তাঁর স্বামীকে বাদ দিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতার করেছিল সিআইডি। এই মামলায় এখনও ফেরার রয়েছেন ভারতী ঘোষ ও তাঁর দেহরক্ষী।

নিজের স্বামী এমএভি রাজুর গ্রেফতারি প্রসঙ্গে ভারতী ঘোষ বলেছেন, রাষ্ট্রশক্তি তার পিছনে উঠেপড়ে লেগেছে। কয়েকশো মাওবাদী তার হাতে আত্মসমর্পণ করেছে জানিয়ে, ভারতী ঘোষের প্রশ্ন, যদি তিনি তোলাবাজ হতেন, তাহলে কি মাওবাদীরা তার হাতে আত্মসমর্পণ করত? দাসপুর থানায় করা মামলাটি মিথ্যা বলে দাবি করে, ভারতী ঘোষ জানিয়েছেন, সত্যিটা একদিন সামনে আসবে। একইসঙ্গে তাঁর অভিযোগ, এক্ষেত্রে যিনি অভিযোগ দায়ের করেছেন, তিনি ধর্ষণ মামলার আসামী। তাকে সর্বক্ষণের পাহারায় রাখা হয়েছে, যাতে সবার সামনে না যেতে পারেন।

ভারতী ঘোষ জানিয়েছেন, তাঁর স্বামী চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি সিআইডিকে ১০ বছরের সম্পত্তির হিসেব দিয়েছিলেন বলেও দাবি করেছেন ভারতী ঘোষ। মিথ্যা মামলায় এই গ্রেফতার বলেও দাবি করেছেন তিনি।

English summary
Bharati Ghosh's reax on CID arrest of her husband MAV Raju
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X