For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপার্জন নিয়ে চ্যালেঞ্জ! সিআইডির বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন আইপিএস-এর

মাদুরদহের বাড়ি নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

মাদুরদহের বাড়ি নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। এমনটাই অভিযোগ করলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। মাদুরদহের বাড়ি তৈরিতে সরকারি নথিকে সম্বল করেই তিনি আইনি লড়াইয়ের পথে নামছেন, জানিয়েছেন ভারতী ঘোষ।

উপার্জন নিয়ে চ্যালেঞ্জ! সিআইডির বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন আইপিএস-এর

প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ দায়ের করেছে সিআইডি। তার মধ্যে রয়েছে অসাধু উপায়ে তৈরি করা হয়েছে মাদুরদহের বাড়ি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ভারতী ঘোষ। বাড়ি তৈরি সংক্রান্ত প্রয়োজনীয় নথি রয়েছে তাঁর কাছে। সেই নথিতেই তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলে বিশ্বাস ভারতী ঘোষের।

যদিও সিআইডির তরফে খবর, ভারতী ঘোষ বিষয়টি নিয়ে মামলা করলে, তখন বিষয়টি নিয়ে চিন্তা করবে তারা। যে প্রমাণ ভারতী ঘোষের হাতে রয়েছে, তার ওপর ভিত্তি করেই মামলার মোকাবিলা করা হবে বলে সিআইডি সূত্রে খবর।

মাদুরদহের জমি এবং তার ওপরে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে ভারতী ঘোষের বিরুদ্ধে অসাধু উপায়ে উপার্জিত টাকা বিনিয়োগের অভিযোগ আনা হয়েছে। ভারতী ঘোষের দাবি অনুযায়ী, মাদুরদহের জমির মালিক হিসেবে তৎকালীন ডিএসপির নাম হয়েছে। সেই সময় সোমালিয়ায় শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। ফলে বাড়ি তৈরির অনুমতিপত্রে তাঁর স্বামী এমএভি রাজুর নাম রয়েছে।

[আরও পড়ুন: কেরলের স্বপ্নসুন্দর 'হানিমুন ডেস্টিনেশন' মুন্নারের পরিস্থিতি এখন কেমন! দেখুন ভিডিও ][আরও পড়ুন: কেরলের স্বপ্নসুন্দর 'হানিমুন ডেস্টিনেশন' মুন্নারের পরিস্থিতি এখন কেমন! দেখুন ভিডিও ]

এর আগে নিজের স্বামীকে গ্রেফতারের পর ভারতী ঘোষ অভিযোগ করেছিলেন, রাষ্ট্রশক্তি তার পিছনে উঠেপড়ে লেগেছে। মিথ্যা মামলায় একজন নিরীহ চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী পর্যায়ে মেদিনীপুর সংশোধনাগারে এমএভি রাজুকে রাখা নিয়েও আশঙ্কাপ্রকাশ করেছেন ভারতী ঘোষ। সেখানে মাওবাদী বন্দিরা থাকায়, এমএভি রাজুর প্রাণ সংশয়ের আশঙ্কা করেছেন ভারতী ঘোষ।

[আরও পড়ুন:কেরলে আটক রাজ্যবাসীর জন্য বাংলায় কল সেন্টার খোলা হোক, মোদীকে আবেদন অধীরের][আরও পড়ুন:কেরলে আটক রাজ্যবাসীর জন্য বাংলায় কল সেন্টার খোলা হোক, মোদীকে আবেদন অধীরের]

ভারতী ঘোষ জানিয়েছেন, তাঁর স্বামী চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি সিআইডিকে ১০ বছরের সম্পত্তির হিসেব দিয়েছিলেন বলেও দাবি করেছেন ভারতী ঘোষ।

[আরও পড়ুন:রাফালে নিয়ে রাহুলকে চিঠি! অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষোভ অনিলের][আরও পড়ুন:রাফালে নিয়ে রাহুলকে চিঠি! অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষোভ অনিলের]

English summary
Bharati Ghosh challenged CID over cases against her
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X