For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও ৪০ বেআইনি চাকরি সুপারিশ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, 'এটা কোন ভূতের কাজ নয়'

নবম-দশমে আরও ৪০ বেআইনি চাকরি সুপারিশ। গত কয়েকদিন আগেই অবৈধ ভাবে সুপারিশ করা ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে কমিশন। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। এবার আরও ৪০, বেআইনি চাকরি সুপারিশ এর প্রমান আদালতের হাতে! আর যা দেখে বিচারপত

  • |
Google Oneindia Bengali News

নবম-দশমে আরও ৪০ বেআইনি চাকরি সুপারিশ। গত কয়েকদিন আগেই অবৈধ ভাবে সুপারিশ করা ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করে কমিশন। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। এবার আরও ৪০, বেআইনি চাকরি সুপারিশ এর প্রমান আদালতের হাতে! আর যা দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এটা কোন ভুতের কাজ নয়, কমিশহনের অফিসে যারা কাজ করেন তারাই করেছেন, পর্যবেক্ষণ বিচারপতির।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এটা কোন ভুতের কাজ নয়

আর এরপরেই কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ৪০ জনের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এমনকি OMR শিটও প্রকাশ করতে হবে বলে স্পষ্ট নির্দেশিকাতে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, শুক্রবারই একটি বৈঠক হয়। যেখানে ৪০ জনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। কমিশনের অফিসে বৈঠকের পর একটা চার্ট তৈরি হয় সেটা দুপুর দুটোয় জমা দিতে হবে মামলাকারীদের। অন্যদিকে সিবিআই জমা দেবে আগামীকাল বুধবার।

আজ মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র আদালতে সওয়াল-জবাবে বলেন, আসল OMR sheet নষ্ট করা হয়ে গিয়েছে।
আর এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া পর্যবেক্ষণের মধ্যে পড়েন কমিশনের আইনজীবী। বিচারপতি বলেন, ওয়েমারশিট নিয়ে এত প্রশ্নের পর কিভাবে নষ্ট করা হল?

জানা যাচ্ছে, ২০১৮-২০১৯ এর মধ্যে এই সমস্ত ওএমআর নষ্ট হয়। যদিও নরমের নিয়োগে দুর্নীতি হয়েছে কি না তা দেখতে গেলে গাজিয়াবাদ হার্ড ডিস্ক ও সল্টলেক হার্ড ডিস্ক মিলিয়ে থেকে বোঝা সম্ভব। আজ আদালতে দেখা যায় দশ জন শূন্য পেয়েছেন গাজিয়াবাদের হার্ড ডিস্কে। তাদের কমিশনের সার্ভারে নম্বর ৫৩ হয়েছে। বাকিরা যারা ১-২ পেয়েছে গাজিয়াবাদ সার্ভারে। তারা ৫১ -৫২ কমিশনের তালিকায়। ২০ জন অপেক্ষমান প্রার্থীদের ক্ষেত্রে একইভাবে ৯ থেকে বেড়ে ৪৯ হয়েছে। ''আমার পর্যবেক্ষণ এটা কোন ভূতের কাজ নয়। এটা দেখে স্পষ্ট এই দুর্নীতি নিশ্চিত ভাবেই যারা কমিশনের সঙ্গে যুক্ত তারাই করেছে।'

আর এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে স্পষ্ট নির্দেশ দেয়। সেখানে বলা হয়, অবৈধ সুপারিশে ভিত্তিতে নিয়োগ এই ৪০ জনের নাম রোল নম্বর ও বাকি বিষয় আপলোড করতে হবে। ওমেআর শিটের কপিও আপলোড করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে এই তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিসকমিশনকে নির্দেশ আদালতের।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

বিশ্বকাপে অংশ নিতে বাধা ভিসা! ভারতকে নিশানা করল পাকিস্তানবিশ্বকাপে অংশ নিতে বাধা ভিসা! ভারতকে নিশানা করল পাকিস্তান

English summary
Bengla education Scam: SSC gives list of 40 candidates whose name recommended illegally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X