For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার আসল 'বেদের মেয়ে জ্যোৎস্না' পেল বিজেপি! 'মুকুল বিহীন' যোগদান পর্বে খুশি দিলীপ ঘোষ

বিজেপিতে যোগ দিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অঞ্জু ঘোষ। দলের সদর দফতরে দিলীপ ঘোষের হাত থেকে তিনি পতাকা তুলে নেন। এদিন বিজেপিতেযোগ দিয়েছেন, বসিরহাটের বাজিতপুর গ্রামপঞ্চায়েতের একাধিক প্রতিনিধি।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অঞ্জু ঘোষ। দলের সদর দফতরে দিলীপ ঘোষের হাত থেকে তিনি পতাকা তুলে নেন। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন, বসিরহাটের বাজিতপুর গ্রামপঞ্চায়েতের একাধিক প্রতিনিধি। ফলে এই পঞ্চায়েতের দখল বিজেপির হাতে এল বলে দাবি করা হয়েছে।

বিজেপিতে অভিনেত্রী অঞ্জু ঘোষ

বিজেপিতে অভিনেত্রী অঞ্জু ঘোষ

বিজেপিতে যোগ দিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী অঞ্জু ঘোষ। ১৯৮২ সালে সওদাগর দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। তাঁর অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না অবিশ্বাস্য রকমের সাফল্য পেয়েছিল। এদিন বিজেপির যোগদান পর্বে দিলীপ ঘোষ বলেন, তারা আসল বেদেল মেয়ে জ্যোৎস্না পেয়েছেন। এদিনের যোগদান পর্বে হাজির ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

বাজিতপুর পঞ্চায়েত বিজেপির দখলে

বাজিতপুর পঞ্চায়েত বিজেপির দখলে

বসিরহাটের বাজিতপুর পঞ্চায়েত বিজেপির দখলে এল। এদিন এমনটাই দাবি করা হয়েছে বিজেপির তরফে। এই পঞ্চায়েতের ১৩ জনের সাতজন বিজেপিতে যোগদান
পর্বে উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে সিপিএম, কংগ্রেস এবং নির্দল সদস্যরা হয়েছেন বলে জানা গিয়েছে।

'বিজেপি যোগদান মেলা'

'বিজেপি যোগদান মেলা'

বহু সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগ দিতে চাইছেন বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। এপ্রসঙ্গে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পুরসভার কথা উল্লেখ করেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, পুরসভার ১৭ টি ওয়ার্ড থেকেই এবারের লোকসভা নির্বাচনে লিড পেয়েছে বিজেপি। সেখানকার অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছে। বিজেপিতে
যেভাবে যোগদান পর্ব চলছে, তাকে তিনি বিজেপি যোগদান মেলা বলেও বর্ণনা করেছেন।

English summary
Bengali actress Anju Ghosh and Several others from Basirhat joins BJP. Joining session completedunder the supervision of Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X