For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ফের চিন সফর! নয়া আমন্ত্রণে উজ্জ্বল সম্ভাবনার আভাস কনস্যুলেট জেনারেলের

মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আমন্ত্রণ জানাতে চলেছে চিন। এমনই আভাস মিলল শুক্রবার। এদিন শহরে চিনা সরকারি আধিকারিক মা ঝান উ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আমন্ত্রণ জানানো হবে।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আমন্ত্রণ জানাতে চলেছে চিন। এমনই আভাস মিলল শুক্রবার। এদিন শহরে চিনা সরকারি আধিকারিক মা ঝান উ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আমন্ত্রণ জানানো হবে। শীঘ্রই প্রস্তাবিত দিন জানানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, গত ২২ জনু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু রওনা হওয়ার আগের মুহূর্তে তা বাতিল করেন মুখ্যমন্ত্রী।

মমতার ফের চিন সফর! নয়া আমন্ত্রণে উজ্জ্বল সম্ভাবনা

এদিন চিনের কনস্যুলেট জেনারেল মা ঝান উ বলেন, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই সমস্যা কাটিয়ে আগামী দিনের নতুন করে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে চিন সরকার।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সংস্কৃতি ও শিক্ষার আদানপ্রদান দুই দেশকেই সমৃদ্ধ করবে। পারস্পরিক ভাববিনিময়ের মাধ্যমে দুই দেশের উন্নতি সাধনও হবে। সেই কথা মাথায় রেখেই তাঁরা এগোতে চাইছেন। প্রসঙ্গত তিনি বলেন, বাংলার দুর্গোৎসবে চিনের শিল্পীরা অংশ নেন।

তিনি বলেন, চিনারা ভালো করে পশ্চিমবঙ্গকে না চিনলে বা জানলেও কলকাতাকে চেনে। উভয় দেশের মধ্যে আলাপ আলোচনা চলতে থাকলে দুই দেশের মানুষই দুই দেশকে জানবে। সেটা ভালোই। তাই যে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা মিটিয়ে নতুন করে সম্পর্কস্থাপনই আমাদের উদ্দেশ্য।

উল্লেখ্য, বিনিয়োগের লক্ষ্য নিয়ে চিন সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে তা বাতিল করে দিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন চিন সফরে না যাওয়ার। তার কারণ হিসেব তিনি জানিয়েছেন, এই সফরে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকের কোনও নিশ্চয়তা দেয়নি চিন সরকার।

২৩ থেকে ৩০ জুন নির্ধারিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন সফর। ২৭ তারিখ পর্যন্ত চিনের সঙ্গে যেমন কতকগুলি মউ সাক্ষর হওয়ার কথা ছিল, তেমনই ২৭ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সাংহাইয়ে বিজনেস সামিটে যোগ দেওয়ার কথা ছিল।

English summary
Bengal’s Chief Minister Mamata Banerjee can be invited by China. Consulate general of China informs that fresh invitation date being worked out.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X