For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গর্জে উঠল বাংলা, অসমের নাগরিকপঞ্জির প্রতিবাদে মোদীর ‘দানবিক’ সরকারের পতন দাবি

অসমের শিলচর বিমানবন্দরে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থার ঘটনার প্রতিবাদে শনিবার কালা দিবস পালিত হল রাজ্যজুড়ে।

  • |
Google Oneindia Bengali News

অসমের শিলচর বিমানবন্দরে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থার ঘটনার প্রতিবাদে শনিবার কালা দিবস পালিত হল রাজ্যজুড়ে। কালো ব্যাজ পরে তৃণমূলকর্মীরা কালা দিবস পালন করলেন, 'দানবিক সরকার আর নেই দরকার' স্লোগান তুললেন। রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই এই কর্মসূচি নেওয়া হয়ষ তার মধ্যে উত্তেজনা ছড়ায় মালদহে।

গর্জে উঠল বাংলা, অসমের নাগরিকপঞ্জির প্রতিবাদে মোদীর ‘দানবিক’ সরকারের পতন দাবি

মালদহে বিজেপির অবস্থান কর্মসূচি চলাকালীন তৃণমূল মিছিল চলে এলে সংঘর্ষ বাধে। দুই দলের অনেকে জখম হয়। পুলিশ এই ঘটনায় উত্তেজনায় প্রশমিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

কলকাতার গড়িয়াহাটে সুব্রত মুখ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালা দিবস পালন করা হয়। কুশপুতুল পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সুব্রত মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের মদতেই অসহায় মানুষদের ভিটেমাটি ছাড়া করা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রীই সমান দায়ী। তিনি বাংলায় এলে যোগ্য জবাব পাবেন।

[আরও পড়ুন:মালদহের মোড়ে মিলে গেল তৃণমূল ও বিজেপির মিছিল, তারপরই ঘটল তুলকালামকাণ্ড][আরও পড়ুন:মালদহের মোড়ে মিলে গেল তৃণমূল ও বিজেপির মিছিল, তারপরই ঘটল তুলকালামকাণ্ড]

এছাড়া দুর্গাপুর সিটি সেন্টার কালা দিবস পালন করা হয়। আসানসোলের আশ্রম মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলে। হাওড়ায় বিশাল ধিক্কার মিছিল বের হয়। শুক্রবার তৃমমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্যস্তর থেকে শুরু করে ব্লক স্তরে এই কালাদিবস পালন করার বার্তা দিয়েছিলেন অনৈতিকভাবে অসমের বিমানবন্দরে তৃণমূলের আটজন জনপ্রতিনিধিকে আটকে রেখে হেনস্থার প্রতিবাদে। সেইমতোই গর্জে ওঠে বাংলা।

[আরও পড়ুন:মোদীর ব্রিগেড ভরাতে ২৫০ সভা! মিশন ২০১৯-এর লক্ষ্যে ঢাকে কাঠি বিজেপির][আরও পড়ুন:মোদীর ব্রিগেড ভরাতে ২৫০ সভা! মিশন ২০১৯-এর লক্ষ্যে ঢাকে কাঠি বিজেপির]

English summary
Bengal roars against NRC in Assam and does protest by observed black day. Bengal demands fall of Narendra Modi government,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X