For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষা মন্ত্রকের জমি! মমতার রাজ্যের 'হার' যোগীর রাজ্যের কাছে, জেনে নিন বিস্তারিত

প্রতিরক্ষা মন্ত্রকের জমি দখলের নিরিখে সারা দেশে চতুর্থস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। দেশে প্রতিরক্ষা মন্ত্রকের ৮৯.৪ শতাংশ জমি থাকা দশটি রাজ্যের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত পশ্চিমবঙ্গও।

  • |
Google Oneindia Bengali News

প্রতিরক্ষা মন্ত্রকের জমি দখলের নিরিখে সারা দেশে চতুর্থস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। দেশে প্রতিরক্ষা মন্ত্রকের ৮৯.৪ শতাংশ জমি থাকা দশটি রাজ্যের মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত পশ্চিমবঙ্গও।

প্রতিরক্ষা মন্ত্রকের জমি! মমতার রাজ্যের হার যোগীর রাজ্যের কাছে, জেনে নিন বিস্তারিত

প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় ৪০,৯৫৫.৭ একর জমি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের হাতে। যার মধ্যে ৪১৪.৪ একর অর্থাৎ প্রায় ১ শতাংশ জমি দখল হয়ে গিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রকের জমি দখলের তালিকায় সব থেকে ওপরে রয়েছে বিজেপির যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ। সেখানে ১,২৩,৩১০ একর জমির মধ্যে ৩১,৮৪২.৪ একর অর্থাৎ প্রায় ২৫.৮ শতাংশ জমি দখল হয়ে গিয়েছে। হরিয়ানায় ৩৭২১১.৪ একর জমির মধ্যে দখল হয়ে গিয়েছে ১০০২.৫ অর্থাৎ প্রায় ২.৭ শতাংশ জমি।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রাজস্থানের সব থেকে বেশি জমি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের হাতে। সেখানে প্রায় ৮,২১,১৮৬.৬৮ একর জমি রয়েছে। যার মধ্যে ৩৬৭.৭ একর জমি দখল হয়েছে।

পশ্চিমবঙ্গে প্রতিরক্ষামন্ত্রকের জমি যেখানে কোনও প্রাচীর দেওয়া নেই, সেখানেই জমি দখল হয়েছে। কোনও কোনও জায়গায় গুরুত্বপূর্ণ মিলিটারি স্টেশনের খুব কাছেই অনুমোদন বিহীন কাঠামো তৈরি করা হয়েছে। কোনও জায়গায় আবার অস্ত্রভাণ্ডারের খুব কাছেই রয়েছে পুরো গ্রাম। যদি কোনও দুর্ঘটনা ঘটে, তাহলে সেইসব মানুষগুলোরই ক্ষতি হওয়ার আশঙ্কা।

নিরাপত্তার কারণে সাধারণত অস্ত্রভাণ্ডারে আশপাশে বেশ কিছু জায়গা ফাঁকা রাখা হয়। সেইসব জায়গা দখল করেই বসতি গড়ে উঠেছে। এমন কী ফায়ারিং রেঞ্জের কাছাকাছি পৌঁছে গিয়েছে দখলদাররা। ফলে মাঝে মধ্যে সেইসব জায়গায় দুর্ঘটনাও ঘটছে। প্রতিরক্ষামন্ত্রকের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে এইসব দখলদারদের তুলে দিতে অনুরোধও করা হয়েছে। কিছু বিষয়ে আদালতে মামলা চলছে।

ব্যারাকপুর, জালাপাহাড় এবং লেবং-এই পশ্চিমবঙ্গে এই তিনটি ক্যান্টনমেন্ট রয়েছে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, এই তিনটি ক্যান্টনমেন্টের মধ্যের বেশ কিছু জায়গাও দখল হয়ে গিয়েছে। কেননা, এইসব ক্যান্টনমেন্টের অনেক জায়গায়ই সেনাবাহিনীর কাছে ব্যবহার করা হয় না।

অবস্থানগত কারণে পশ্চিমবঙ্গের অবস্থান গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তরবঙ্গ। যার চিকেনস নেকের মাধ্যমে পুরো উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়। অরুণাচল প্রদেশ এবং সিকিমের জন্যও এই অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ।

কলকাতা ময়দানেই প্রতিরক্ষা মন্ত্রকের প্রায় হাজার একরের মতো জমি রয়েছে। ফোর্ট উইলিয়ামের আধিকারিকরা জানিয়েছেন, সেই জায়গাতেও রয়েছে দখলদারি সমস্যা।

English summary
Bengal ranks fourth in the nationwide maximum percentage of encroached defence land
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X