For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ট্র্যান্ড রোডের ঘটনায় দায় রেলের ঘাড়েই চাপালেন মন্ত্রী সুজিত বসু

  • |
Google Oneindia Bengali News

স্ট্রান্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ড ও ঘটনায় ৯ জনের মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ আনলেন দমকল মন্ত্রী সুজিত বসু। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে রেলের আধিকারিকদের গাফিলতির কারণেই এতগুলো প্রাণহানি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্ট্র্যান্ড রোডের ঘটনায় দায় রেলের ঘাড়েই চাপালেন মন্ত্রী সুজিত বসু

তার অভিযোগ, আগুন লাগার পরেও কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়নি? লিফট থেকে শুরু করে সব কিছুর দায়িত্বে ছিলেন তাহলে কেন আগুন লাগার একঘন্টা পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হল? কেনইবা দমকল কর্মীদের নিয়ে লিফটে করে উপরে যাওয়া হল?

পাশাপাশি, ভবনের নকশা দেওয়া নিয়েও রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন দমকল মন্ত্রী। তিনি বলেন, আমি বা মুখ্য মন্ত্রী থাকাকালীন রেলের কোনও অধিকারই কি তাদের সঙ্গে দেখা করেননি। তাদেরকে কাজে কোনরকম ভাবে সহযোগিতা করেনি রেলের ওই অফিসের দায়িত্বে থাকা কর্মীরা।

লিফটের দায়িত্বে থাকা কর্মী কেনো লিফট ১৩ তলায় নিয়ে গেলো এই সংক্রান্ত বিষয় নিয়ে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছে দমকল। ফরেনসিক পরীক্ষারও আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

প্রসঙ্গত, স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সোমবার সন্ধ্যার বিধ্বংসী আগুনে মৃত্যু হয় ন'জনের। মৃতদের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, তাঁর নিরাপত্তারক্ষী সঞ্জয় সাহানি, দমকলের চার কর্মী গিরিশ দে, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়াল। এক রেল কর্মী-সহ ২ জন। জানা গিয়েছে, ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের।

English summary
Bengal Minister blames Rail for Strand Road fire incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X