এবার পাল্টা 'দিদি' মমতাকে নিয়ে কবিতা লিখলেন অধীর চৌধুরী
দু'দিন আগে দুর্ঘটনায় রক্ষা পাওয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করে খোঁজখবর নিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিদি মমতাকে নিয়ে চার লাইনের কবিতা লিখে ফেললেন অধীর চৌধুরী।

রাজ্য রাজনীতিতে মমতা-অধীরের সম্পর্ক সবসময়ই সাপে-নেউলের। দুজনেই দুজনের ছায়া এড়িয়ে চলেন। তবে কলকাতা থেকে বহরমপুর যাওয়ার পথে অধীর চৌধুরীর গাড়ি দুর্ঘটনায় পড়ে। বরাত জোরে রক্ষা পান প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর গাড়ির চালক অল্প আহত হন। এই ঘটনার শোনার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মোবাইল থেকে ফোন করেন অধীর চৌধুরীকে। দুর্ঘটনায় কোনও আঘাত লেগেছে কি না, তিনি কেমন আছেন- খোঁজখবর নেন।
অধীরবাবুর দুর্ঘটনা বিশেষ বড় ছিল না। চোটও বিশেষ লাগেনি। তবে মুখ্যমন্ত্রীর নিজে এগিয়ে এসে ফোন করায় সম্পর্কের বরফ গলেছে বলেই মনে করা হয়েছিল। তবে অধীরবাবুর কবিতার চারটে লাইন বুঝিয়ে দিল, সৌজন্য দেখিয়ে ফোন করলেও মমতা বিরোধিতা তিনি আগের মতোই চালিয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে এই কবিতা লিখে শেয়ার করেছেন তিনি।
অধীরবাবু লিখেছেন, "বাংলার দিদির নতুন স্লোগান- মোদী ভালো, অমিত খারাপ। যেমনটা দুর্যোধন ভালো, দুঃশাসন খারাপ। মোদী কে কি 'দিদি' খুশী রাখতে চাইছেন!!! আপনার মহিমা বোঝা ভগবানেরও অসাধ্য 'দিদি'।''
এরপরই সেই চার লাইনের কবিতায় অধীরবাবু লিখেছেন -
"মোদী যদি সুইট হয়
অমিত হল মিষ্টি
বাংলার 'দিদি'র
নব নব সৃষ্টি!!!"