For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা কথা বলছেন পাকিস্তানের ভাষায়! লোকসভার প্রচারে হাতিয়ার করার নির্দেশ বিজেপির

লোকসভা নির্বাচনে টার্গেট পূরণ করতে পুলওয়ামা-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে প্রচারের হাতিয়ার করতে চলেছে বিজেপি।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে টার্গেট পূরণ করতে পুলওয়ামা-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে প্রচারের হাতিয়ার করতে চলেছে বিজেপি। শুক্রবার এক কর্মিসভায় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এখন পাকিস্তান সংবাদমাধ্যমের ভাষা।

মমতার মুখে পাকিস্তানের ভাষা, লোকসভার প্রচারে হাতিয়ার করার নির্দেশ বিজেপির

বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানকে কাজে লাগাতে। দেশের প্রতি আবেগকে উসকে দিয়েই মমতার প্রতি মন বিষিয়ে দেওয়ার লক্ষ্যে নামার পরিকল্পনা কষছে বিজেপি। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। তারপর সীমান্তে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিকে প্রচারের মাধ্যমে নিজেদের অনুকূলে নিয়ে যেতে হবে।

কৈলাশ বুথে বুথে প্রচারে ঝড় তোলার বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে। তিনি কর্মীদের নির্দেশ দেন, মানুষকে বোঝাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, তা আসলে পাকিস্তানের কণ্ঠস্বর। তা বোঝাতে না পারলে ২৩টি লোকসভা জয়ের লক্ষ্যপূরণ কোনওদিনই সম্ভব হবে না।

এদিন কৈলাশের সুর শোনা গেল দিলীপের মুখেও। দিলীপ ঘোষ বলেন, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাতে হবে। এবং আমরা তা কাজে লাগাবই। তাহলেই ২৩-২৪টা আসন জেতা সম্ভব। আমাদের লক্ষ্যপূরণ যে সম্ভব, তা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই তাঁর মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে, বিজেপি ২৩-২৪টা আসন পাবে।

এই মর্মে তিনি মুলায়ম সিং যাদবের মন্তব্যকেও হাতিয়ার করেন। বলেন, মুলায়ম সিংও বুঝতে পেরেছেন বিরোধীদের কোনও জায়গা নেই দিল্লির ক্ষমতায় ফেরার। তাই তিনি মোদীর ফেরার আভাস দিয়ে গিয়েছেন। আগাম অভিনন্দন জানিয়ে রেখেছেন।

[আরও পড়ুন: বাংলায় 'পদ্ম' ফোটাতে ভাঙাতে হবে তৃণমূল! লোকসভায় টার্গেট পূরণের পন্থা বিজেপির][আরও পড়ুন: বাংলায় 'পদ্ম' ফোটাতে ভাঙাতে হবে তৃণমূল! লোকসভায় টার্গেট পূরণের পন্থা বিজেপির]

বিজেপি রাজ্য সভাপতি জানান, ৯৫ শতাংশ বুথ কমিটি তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেক বুথে পাঁচজন বাইক বাহিনী প্রস্তুত রাখা হচ্ছে। স্মার্ট ফোনে পারদর্শী পাঁচ জন কর্মীকে বুথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বুথে কারা এই কাজে পারদর্শী, তাঁদের নামের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের।

[আরও পড়ুন: স্বাগতম-সুস্বাগতম বীর সেনা! অভিনন্দন বর্তমানকে 'অভিনন্দন'-বার্তা পাঠালেন মমতা][আরও পড়ুন: স্বাগতম-সুস্বাগতম বীর সেনা! অভিনন্দন বর্তমানকে 'অভিনন্দন'-বার্তা পাঠালেন মমতা]

[আরও পড়ুন: 'বিজেপি ফের ক্ষমতায় এলে চার টুকরো হবে পাকিস্তান', বিজেপির সঙ্কল্প জানিয়ে দিলেন স্বামী][আরও পড়ুন: 'বিজেপি ফের ক্ষমতায় এলে চার টুকরো হবে পাকিস্তান', বিজেপির সঙ্কল্প জানিয়ে দিলেন স্বামী]

English summary
Bengal BJP wants to targets Mamata’s stand on pulwama terror attack. Kailash Vijayvargiya and Dilip Ghosh clear the BJP’s lok Sabha campaigning stand in a workers meeting,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X