For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রথযাত্রার জন্য 'আদালত'ই রাস্তা! ছোট রথ নিয়ে বুথে বুথে বিজেপি

দলের রথযাত্রার আবেদনে রাজ্য প্রশাসন অনুমতি না দিলে, আদালতের দ্বারস্থ হতে পারে বিজেপি। এমনটাই খবর বিজেপি সূত্রে। ডিসেম্বরের ৫ তারিখ থেকে বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা।

  • |
Google Oneindia Bengali News

দলের রথযাত্রার আবেদনে রাজ্য প্রশাসন অনুমতি না দিলে, আদালতের দ্বারস্থ হতে পারে বিজেপি। এমনটাই খবর বিজেপি সূত্রে। ডিসেম্বরের ৫ তারিখ থেকে বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা। তিনটি জায়গা থেকে শুরু হওয়া রথযাত্রার প্রায় ৭ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার কথা রয়েছে।

আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি

আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি

ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফে রথযাত্রার বিস্তারিত জানিয়ে স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে চিঠি দেওয়া হয়েছে। এমনটাই দাবি করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। যদি রাজ্য সরকারের তরফে এনিয়ে কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজেপি।

নির্দিষ্ট দিনেই রথযাত্রা বের করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে। যদি প্রশাসন তাদের আবেদনে কোন সাড়া না দেয় তাহলে আদালতের দ্বারস্থ হওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে কোনও ভাবেই রথযাত্রা স্থগিত করে দেওয়া হবে না।

ইতিমধ্যেই ৩ টি চিঠি স্বরাষ্ট্র সচিবকে

ইতিমধ্যেই ৩ টি চিঠি স্বরাষ্ট্র সচিবকে

রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য প্রথম চিঠি পাঠানো হয়েছিল ২৯ অক্টোবর। দ্বিতীয়টি পাঠানো হয় ৫ নভেম্বর। তৃতীয় চিঠিটি স্বরাষ্ট্র সচিবের পাঠানো হয়েছে সোমবার।

আগেও কর্মসূচির জন্য আদালতে বিজেপি

আগেও কর্মসূচির জন্য আদালতে বিজেপি

গত ১৫ দিনে রাজ্য সরকারের তাদের সঙ্গে যোগাযোগ করেনি। রাজ্য প্রশাসন দলকে অবজ্ঞা করছে বলেই মনে করছে বিজেপি। ২০১৪-তে অমিত শাহের সমাবেশের আয়োজন করতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। বাইক মিছিল করতে আদালতের দ্বারস্থ হয়েছিল যুব মোর্চা। রথযাত্রার আয়োজন করতে এবার সেই ধরনের উদ্যোগের জন্য তৈরি হচ্ছে বিজেপি, জানিয়েছেন দিলীপ ঘোষ ।

বড় রথেক সঙ্গে মিশবে ছোট রথ

বড় রথেক সঙ্গে মিশবে ছোট রথ

৫ ডিসেম্বর তারাপীঠ থেকে বিজেপির প্রথম রথের যাত্রা শুরুর কথা রয়েছে। অন্য দুটি পথ যথাক্রমে যাত্রা শুরু করবে ৭ ও ৯ ডিসেম্বর, কোচবিহার ও সাগর থেকে। রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন,
সব কটি রথই কমপক্ষে ৩৭ দিন রাস্তায় থাকবে। রাজ্যের সবকটি লোকসভা কেন্দ্র ছুঁয়ে যাবে রথ তিনটি। তবে রাজ্যের প্রায় ৭৮ হাজার বুথ ছুঁয়ে যাওয়া সম্ভবপর হবে না বলে জানিয়েছেন তিনি। সে জন্য কয়েক হাজার ছোট রথও রাস্তায় নামানো হবে।

রাজ্যের প্রত্যেক তিনটি বুথের জন্য একটি করে ছোট রথ বের করা হবে। যেটি বড় রথের সঙ্গে গিয়ে মিশবে। যেমন, বড় রথ যখন শিলিগুড়িতে থাকবে, তখন কালিম্পং থেকে আসা ছোট রথ সেই রথের সঙ্গে মিলিত হবে। এছাড়াও রথযাত্রা যখন চালু থাকবে, সেই সময় কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা আসবেন, জানা গিয়েছে বিজেপি সূত্রে।

English summary
Bengal BJP likely to to take legal course to ensure rathyatra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X