For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের সভা নিয়ে নানা পরিকল্পনা রাজ্য বিজেপির, দলের সংখ্যালঘু কর্মীদের বিশেষ নির্দেশ

দিল্লি থেকে রাজ্য বিজেপিকে নির্দেশ ছিল রাজ্যের অন্তত এক কোটি বাড়িতে গিয়ে সিএএ নিয়ে বোঝানোর জন্য। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, প্রায় ষাটলক্ষ বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে যেতে পেরেছেন তাঁরা।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি থেকে রাজ্য বিজেপিকে নির্দেশ ছিল রাজ্যের অন্তত এক কোটি বাড়িতে গিয়ে সিএএ নিয়ে বোঝানোর জন্য। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, প্রায় ষাটলক্ষ বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে যেতে পেরেছেন তাঁরা। এই জিনিসটাই রাজ্য বিজেপির নেতারা ফুটিতে তুলতে চান অমিত শাহের সভায়। ১ মার্চ শহিদ মিনারের সভায় কমপক্ষে একলক্ষ লোকের জমায়েত করতে চায় বিজেপি। পাশাপাশি সংখ্যালঘুরাও যে সিএএ, এনআরসির পাশে রয়েছে তাও তুলে ধরতে চান তারা।

জটিলতা কাটতেই পুরো দমে সভার কাজ শুরু

জটিলতা কাটতেই পুরো দমে সভার কাজ শুরু

সোমবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, অমিত শাহের সভা নিয়ে জটিলতা কেটে গিয়েছে। কলকাতা পুলিশর তরফ তেকে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। ময়দানের নির্দিষ্ট এলাকার মধ্যে কোনও বসতি না থাকায় পরীক্ষা চলাকালীন লাগু নিয়ম মানারও সেরকম কোনও প্রশ্ন নেই। ফলে সভাকে সফল করতে নেমে পড়েছে বিজেপি। কলকাতা সংলগ্ন জেলাগুলি থেকে লোক আনা হবে। গুরুত্ব দেওয়া হচ্ছে বিধাননগর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাকে।

টার্গেট ১ লক্ষ লোকের সমাগম

টার্গেট ১ লক্ষ লোকের সমাগম

রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রাথমিক টার্গেট ধরা হয়েছে, একলক্ষ লোকের। তবে আত্মবিশ্বাসী নেতারা বলছেন, এর থেকে অনক বেশি মানুষ আসবেন এই সভায়।

সংখ্যালঘুদের জন্য বিশেষ নির্দেশ

সংখ্যালঘুদের জন্য বিশেষ নির্দেশ

এই সভায় বিজেপি দেখিয়ে দিতে চায় বাংলার সংখ্যালঘুরা সিএএ-র পাশে রয়েছেন। তা দেখাতে সংখ্যালঘু কর্মী-সমর্থকদের ফেজ টুপি পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

 রয়েছে সংশয়

রয়েছে সংশয়

যদিও এর মধ্যে সংশয়ও তৈরি হয়েছে। সূত্রের খবর অনুয়ায়ী, দিল্লিতে হিংসার কারণেই এই সংশয়। অমিত শাহ কলকাতা সফরে কতটা সময় দিতে পারবেন কিংবা আদৌ পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি ততদিনে শান্ত হয়ে যাবে দিল্লি।

English summary
Bengal BJP has ordered his minority workers to wear their traditional cap in Amit Shah's rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X