For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেমে প্রত্যাখ্যাত, মহিলার ছবি ব্যবহার করে 'কর্ল গার্ল'-এর ৪টি ভুয়া প্রোফাইল তৈরি করল যুবক

এক মহিলার ছবি ব্যবহার করে চারটি ফেক প্রোফাইল খোলার অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। ফেসবুকের ফেক প্রোফাইলগুলিতে ওই মহিলাকে কল গার্ল হিসেবে উল্লেখ করা হয়েছে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৮ ডিসেম্বর : এক মহিলার ছবি ব্যবহার করে চারটি ফেক প্রোফাইল খোলার অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। ফেসবুকের ফেক প্রোফাইলগুলিতে ওই মহিলাকে কল গার্ল হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফেক প্রোফাইল খোলার পর ওই যুবকই ফোন করে ওই মহিলাকে প্রোফাইলগুলি দেখতে বলে। তারপরই বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। বিধাননগর সাইবার ক্রাইম থানা এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

প্রেমে প্রত্যাখ্যাত, মহিলার ছবি ব্যবহার করে 'কর্ল গার্ল'-এর ৪টি ভুয়া প্রোফাইল তৈরি করল যুবক

অভিযুক্ত যুবকের নাম রাম সাজিবর শর্মা। পুলিশ অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে। তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে ওই মহিলাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওই যুবক। তারপর মহিলা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরই প্রতিশোধ নিতে ফেসবুকে ফেক প্রোফাইল খোলার মতলব আঁটে যুবক।

প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা যুবক আক্রোশ মেটাতে ওই মহিলার ছবি ব্যবহার করে চার চারটি ফেসবুক প্রোফাইল খুলে ফেলে। তাতেও ক্ষান্ত হয়নি সে। এরপর ফেসবুক প্রোফাইলে ওই মহিলাকে কল গার্ল বলেও উল্লেখ ককরতে দ্বিধা করেন ওই যুবক। প্রতিহিংসা চরিতার্থ করতেই তারপর ফোন করে ওই মহিলাকে ওই যুবকই জানিয়ে দেয় নিজের কু-কীর্তির কথা। মহিলা শরণাপন্ন হন পুলিশের।

English summary
Being rejected in love Young man created four fake face-book profile. He used woman's picture and refered her as a 'Call Girl'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X