For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়ের দেহ ফ্রিজারে রাখা শুভব্রত কি আদৌও বিকারগ্রস্ত! চাঞ্চল্যকর রিপোর্ট মানসিক হাসপাতালের

বেহালায় ফ্রিজার কাণ্ডে অভিযুক্ত শুভব্রত মজুমদারের মানসিক অবস্থা নিয়ে রিপোর্ট জমা করল পাভলভ হাসপাতাল।

  • |
Google Oneindia Bengali News

বেহালায় ফ্রিজার কাণ্ডে অভিযুক্ত শুভব্রত মজুমদারের মানসিক অবস্থা নিয়ে রিপোর্ট জমা করল পাভলভ হাসপাতাল। তিন বছর ধরে মায়ের মরদেহ ফ্রিজারে রেখেছিলেন শুভব্রত। পরে প্রতিবেশীর সন্দেহ হওয়ায় বাড়িতে পুলিশ পড়ে। তারপরে গোটা ঘটনা সামনে আসে। গ্রেফতার করা হয় শুভব্রতকে।

মায়ের দেহ ফ্রিজারে রাখা শুভব্রত কি আদৌও বিকারগ্রস্ত! চাঞ্চল্যকর রিপোর্ট মানসিক হাসপাতালের

পাভলভ হাসপাতালের তরফে জানানো হয়েছে, শুভব্রত আদৌও মানসিক বিকারগ্রস্ত নন। পুলিশকে তিনি জানিয়েছিলেন, মাকে বাঁচিয়ে তোলার আশায় ফ্রিজারে রেখেছিলেন তিনি। ২০১৫ সালে মারা যাওয়া বীণাপানি দেবীর দেহ ফ্রিজার থেকেই উদ্ধার করে পুলিশ।

সেই ঘটনার পর কিছুক্ষেত্রে অসংলগ্ন আচরণ করেছিলেন শুভব্রত। যা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছিল মানসিক বিকার রয়েছে শুভব্রতর। তবে হাসপাতালের চিকিৎসকদের রিপোর্ট আসার পর স্পষ্ট হয়ে গেল তিনি বিকারগ্রস্ত নন। উদ্দেশ্য নিয়েই মায়ের দেহ ফ্রিজারে রাখেন।

গ্রেফতার হওয়ার পর শুভব্রতকে বিশেষ জেরা করার সুযোগ পায়নি পুলিশ। তদন্তকারীদের বিভ্রান্ত করতে রুশ ভাষায় কথা বলতে শুরু করেন তিনি। পরে আদালত থেকে জামিনও পেয়ে যান। তবে এখন বোঝা যাচ্ছে পুরোটাই সম্ভবত ভাওতা ছিল।

তিন বছর মৃত মায়ের পেনশন তুলেছেন শুভব্রত। পেনশনের টাকার লোভেই কি তাহলে মৃত মা-কে ফ্রিজারে রেখে দিয়েছিলেন শুভব্রত? এর পাশাপাশি বীণা মজুমদারের মৃত্যু নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তিনি কীভাবে মারা যান সেটাও এবার তদন্ত করে দেখবে পুলিশ।

English summary
Behala freezar case : Accused Shubhabrata Majumdar is not mentally ill, says Pavlov hospital's medical report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X