For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গ-বাণিজ্যে প্রত্যাশার পারদ চড়ছে, সম্মেলনের শুরুর আগেই কারা দিলেন লগ্নির প্রস্তাব

মমতা বন্দ্যোপাধ্যায় এবার অনেক আশা নিয়ে তাকিয়ে আছেন লগ্নিকারীদের দিকে। তুলেছেন নয়া স্লোগান- ‘বেঙ্গল মিনস বিজনেস’।

  • |
Google Oneindia Bengali News

বাংলায় আসর বসছে বাণিজ্যে সম্মেলনের। বিদেশ-বিভুঁই থেকে আসছেন শিল্পপতিরা। তাঁদের লগ্নির আশ্বাসে এবার বাংলার লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হয় কি না, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবার অনেক আশা নিয়ে তাকিয়ে আছেন লগ্নিকারীদের দিকে। তুলেছেন নয়া স্লোগান- 'বেঙ্গল মিনস বিজনেস'। আর এই স্লোগান যে এবার সত্যি হতে চলেছে- নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সম্মেলন শুরুর আগেই তার আভাস মিলল।

বঙ্গ-বাণিজ্যে প্রত্যাশার পারদ চড়ছে, সম্মেলনের শুরুর আগেই কারা দিলেন লগ্নির প্রস্তাব

সোমবার বিদেশ থেকে আসা শিল্পপতিরা নবান্নে এসে অর্থমন্ত্রী তথা শিল্পমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। ইতালি, পোলান্ড, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, সৌদি আরব প্রভৃতি দেশের প্রতিনিধিদের বৈঠকে উঠে আসে- বাংলাই তাঁদের 'নেক্সট ডেস্টিনেশন' হতে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ বাংলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

বাণিজ্য সম্মেলন এবার রাজ্যকে দিশা দেখাতে তৈরি। শিল্পবান্ধব তালিকায় দেশের মধ্যে এক নম্বরে উঠে এসেছে বাংলা। তারপর এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জিন্দলরা শালবনিতে সিমেন্ট কারখানার উদ্বোধনের পর আরও ৪০০ কোটি টাকা রাজ্যে বিনিয়োগ করবে বলে আশ্বাস দিয়েছে। বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ প্রকল্পে তাঁরা বিনিয়োগ করতে আগ্রহী। ৮০০ কোটির বিনিয়োগের পর শালবনিতেই তাঁরা আরও ৩০০ কোটি বিনিয়োগ করবে বলে জানিয়েছেন।

আর এর মধ্যে নবান্নে বৈঠক করে ইতালির প্রতিনিধিরা জানিয়ে দিলেন, তাঁরা বাংলায় ইস্পাত ও চর্মশিল্পে বিনিয়োগে আগ্রহী। এছাড়া বন্ধ শিল্পের পুনরুজ্জীবনেও তাঁরা বিনিয়োগ করতে রাজি। এদিন অমিত মিত্র বাংলার শিল্প পরিবেশের অনুকূল পরিস্থিতির ব্যাখ্যা দেন ভিনদেশের প্রতিনিধিদের কাছে। তারপর শুধু ইতালিই নয়, পোলান্ড খনিশিল্পে বিনিয়োগ করার প্রস্তাব দেয়।

সৌদি আরবের অ্যারামেকার পক্ষ থেকে আগেই প্রস্তাব মিলেছিল। তাঁরা তাজপুর বন্দরে তেল শোধনাগার করতে আগ্রহী। এই মর্মে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছিল অ্যারামেকা প্রতিনিধিদের। এবার বিশ্ববাংলা সম্মেলেন তা চূড়ান্ত হতে পারে। মোট কথা বিশ্ববাংলা সম্মেলন শুরুর আগে রাজ্যে শিল্পের আবহ তৈরি হয়েছে। যে ইঙ্গিত ও আভাস মিলেছে, তাতে এবার রাজ্যে শিল্প আসার সম্ভাবনা প্রবল। আর মমতাও বুঝিয়ে দিচ্ছেন রাজ্যে শিল্প আনতে বিশ্ববঙ্গ সম্মেলনই এবার পাখির চোখ।

English summary
Before the start of summit, the proposal of investment in Bengal-Business,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X