রাজ্যপালকে ইডেনে আমন্ত্রণ সৌরভের, রাজভবনের সাক্ষাৎ নিয়ে কী বললেন মহারাজ
রাজনৈতিক কোনও কারণে নয়, রাজ্যপালের সঙ্গে সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। রাজভবন থেকে বেরিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বিকেল ৪.৪০ মিনিটে সৌরভ গঙ্গোপাধ্যায় রাজভবনে, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে যান।


সৌরভ কী বললেন
রাজভবন থেকে বেরিয়ে সৌরভ বলেন, 'রাজ্যপালের সঙ্গে দেখা করা নিয়ে কোনও পরিকল্পনা ছিল না। এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনৈতিক কোনও ইঙ্গিত খুঁজবেন না।'

কী কারণে রাজ্যপালের সঙ্গে বৈঠক
এই নিয়ে সৌরভ বলেন, 'পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কলকাতায় আসার পর এখনও ইডেন গার্ডেন্স দেখে উঠতে পারেননি। সেই কারণেই তিনি ইডেন ঘুরে দেখতে চেয়েছিলেন।'

আর কী বললেন সৌরভ
মহারাজ আরও বলেন, 'রাজ্যপাল এদিন ইডেন ঘুরে দেখা নিয়ে ইচ্ছাপ্রকাশ করেন। তবে আজ ইডেনে প্রস্তুতি ম্যাচ চলার কারণে তাঁকে আমন্ত্রণ জানাতে পারিনি। সেই কারণেই আমিই সৌজন্য সাক্ষাৎ করতে রাজভবনে চলে আসি।'

রাজভবনে এই প্রথমবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ
সেই সঙ্গে বিসিসিআই সভাপতি আরও বলেন, 'মাননীয় রাজ্যপালের সঙ্গে এর আগে রাজভবনে আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি। একাধিক অনুষ্ঠানে দেখা হলেও রাজভবনে তাঁর সঙ্গে এই প্রথমবার সাক্ষাৎ হল।'

আগামী সপ্তাহে ইডেনে রাজ্যপালকে আমন্ত্রণ সৌরভের
সৌরভ রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে আরও বলেন, 'আগামী সপ্তাহে ইডেনে আসার জন্যে মাননীয় রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়ে এলাম। সামনের সপ্তাহে ওনাকে ইডেন ঘুরে দেখাব।'

প্রায় দু'ঘন্টা বৈঠক
উল্লেখ্য এদিন রাজভবনে দেড় ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎ করেন। আর এখানেই প্রশ্ন শুধুমাত্র ইডেন ঘুরে দেখায় বিষয় বা সৌজন্য সাক্ষাৎ হলে তা মিনিট চল্লিশের মধ্যেই হয়ে যাওয়ার কথা। কিন্তু দেড় ঘন্টারও বেশি সময়ের সাক্ষাতে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সৌরভকে ঘিরে জল্পনা তুঙ্গে। মহারাজ অবশ্য এই সাক্ষাতে কোনও রাজনৈতিক ইঙ্গিত নেই বলে জানান।

কেন জল্পনা
বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ কি সৌরভ? প্রসঙ্গত বাংলায় ভোটে জিততে রাজ্যে বড় মুখের খোঁজে বিজেপি। অন্যদিকে ভোটে জিতলে বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে বলে অমিত শাহ ইঙ্গিত দিয়েছেন। আর এখানেই তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম হাওয়ায় ভাসছে। সেক্ষেত্রে ভোটে জয়ের পর অরাজনৈতিক ব্যক্তিত্ব সৌরভকে মুখ্যমন্ত্রী করে বিজেপি চমক দিতে পারে বলেও জল্পনা। এর মাঝেই রবিবার রাজ্যপালের সঙ্গে সৌরভের সৌজন্য সাক্ষাৎ, নতুন করে আরও জল্পনা বাড়িয়ে দিল।
ছবি সৌজন্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইট
তৃণমূলে এখনও আছে উপসর্গহীন বেইমান! পিকের রিপোর্টই ধ্বনিত অভিষেকের কণ্ঠে