For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌কলকাতার জনশূণ্যহীন ফাঁকা রাস্তা দেখে হতাশ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

‌কলকাতার জনশূণ্যহীন ফাঁকা রাস্তা দেখে হতাশ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের থাবা তাঁর শহর কলকাতাতেও পড়েছে। তার জন্য বাধ্য হয়ে শহর লকডাউনের পথে হাঁটতে হয়েছে রাজ্য সরকারকে। বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এ বিষয়ে নিজের হতাশার কথা বহিঃপ্রকাশ করেছেন।

টুইট সৌরভ গাঙ্গুলির

মঙ্গলবার টুইটারে গাঙ্গুলি জানিয়েছেন যে তাঁর নিজের শহর কলকাতায় এরকম ফাঁকা রাস্তা তিনি দেখবেন তা জীবনেও তিনি কখনও ভাবেননি। সৌরভ গাঙ্গুলি টুইটে বলেন, ‘‌কখনও ভাবিনি আমার শহরকে এভাবে দেখব.‌.‌.‌.‌নিরাপদে থাকুন.‌.‌.‌খুব শীঘ্রই কিছু ভালোর জন্য পরিবর্তন হবে.‌.‌.‌সবার প্রতি ভালোবাসা রইল।'‌ এই টুইটের সঙ্গে তিনি শহরের একটি ফাঁকা রাস্তার ছবিও পোস্ট করেন।

পিছিয়ে দেওয়া হয় আইপিএল

পিছিয়ে দেওয়া হয় আইপিএল

কোভিড-১৯-এর প্রকোপের ফলে আইপিএল ২০২০ পিছিয়ে দেওয়া হয়। এরপরই বিসিসিআইয়ের পক্ষ থেকে রোহিত শর্মার ছবি দিয়ে টুইট করা হয়। টুইটে বলা হয়, ‘‌বাড়িতে থাকুন সকলে। আমরা খুব কাছ থেকে নজর রাখছি।'‌ ছবিতে রোহিত শর্মা দূরবীনের সাহায্যে ক্রিকেট পিচের ওপর নজর রাখছিলেন।

শীর্ষে মহারাষ্ট্র

শীর্ষে মহারাষ্ট্র

ভারতে ইতিমধ্যেই প্রায় ৫০০ জন এই মারণ রোগে আক্রান্ত। মারা গিয়েছেন এখনও পর্যন্ত ১০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছে। দেশের প্রায় বেশিরভাগ শহরেই ৩১ মার্চ পর্যন্ত লকডাউন চলবে।

English summary
BCCI president Sourav Ganguly on Tuesday took to Twitter to express his disappointment at witnessing a bustling metropolis and his hometown Kolkata come to a standstill due to the coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X