For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাবা প্রজাপতি দাও', এই কথাই যেন বারবার শুনতে পায় রঞ্জন, পিতা-পুত্রের এক ছুঁয়ে যাওয়া গল্প 'ফেরা'

মা নেই। বাবা কমল দাসের সঙ্গে ছেলে রঞ্জনের সংসার। ছোট থেকে নানা চড়াই-উতরাই পেয়ে রঞ্জন একদিন এক জোড়া ডানা পেয়ে যায়। শহরেরই এক কোণে সে তার সঙ্গিনীকে নিয়ে বাসা বাঁধে।

Google Oneindia Bengali News

মা নেই। বাবা কমল দাসের সঙ্গে ছেলে রঞ্জনের সংসার। ছোট থেকে নানা চড়াই-উতরাই পেয়ে রঞ্জন একদিন এক জোড়া ডানা পেয়ে যায়। শহরেরই এক কোণে সে তার সঙ্গিনীকে নিয়ে বাসা বাঁধে। ছোট থেকে যে বাবাকে রঞ্জন দেখে এসেছে এতদিনে তার হাত থেকে মুক্তি পাওয়া গিয়েছে ভেবে মনে মনে সে খুশি।

বাবা প্রজাপতি দাও, এই কথাই যেন বারবার শুনতে পায় রঞ্জন, পিতা-পুত্রের এক ছুঁয়ে যাওয়া গল্প ফেরা

বাবা প্রজাপতি দাও, এই কথাই যেন বারবার শুনতে পায় রঞ্জন, পিতা-পুত্রের এক ছুঁয়ে যাওয়া গল্প ফেরা

বাবা-বলে কমল দাসের প্রতি রঞ্জনের একটা টান আছে বটে। কিন্তু সারাক্ষণই তাকে খেয়াল করিয়ে দিতে হয় তার বাবা কতটা ভালো মানুষ। এমনকী মনে করাতে হয় কমল দাসের মতো স্নেহশীল-স্পর্শকাতর মানুষের বড়ই অভাবে এই জগতে। আর এই স্মরণ করানোর কাজটি করেন তাঁর স্ত্রী রিমলি। কমল মারা যাওয়ার পর এক অসাধারণ কাহিনি আবিষ্কার করে রঞ্জন, যে কাহিনি খোঁজ ছিল না পুত্রবধূ রিমলির কাছেও। আস্তে আস্তে বাবা-র অভ্যেসগুলো আঁকড়ে ধরে রঞ্জন। তাকে এ কাজে সাহায্য করে স্ত্রী রিমলি।

বাবা প্রজাপতি দাও, এই কথাই যেন বারবার শুনতে পায় রঞ্জন, পিতা-পুত্রের এক ছুঁয়ে যাওয়া গল্প ফেরা

ছবিটির পরিচালক স্বান্তনা। কলেজ ছাত্রী স্বান্তনা এই প্রথম কোনও ছবির পরিচালনা করলেন তিনি। 'ফেরা'-য় মূল তিনটি চরিত্রে আছেন অমল সরকার, সৃজন চক্রবর্তী, দেবারতি গুহ। এছাড়াও রয়েছেন শান্তনু সাঁতরা, মধুরিমা গুহ, অনিন্দিতা বসু।

English summary
Phera is the story of father Kamal Das and son Ranjan. Daughter in-law Rimli has worked as a conscience Keeper of Ranjan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X