অতি সংকটজনক মতুয়া মহাসংঘের বড়মা! মাল্টিঅর্গান ফেলিওরের আশঙ্কা
মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা-র অবস্থা অতি সংকটজনক। এই মুহুর্তে তিনি এসএসকেএম হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন। তার আগে এসএসকেএমে নিয়ে যাওয়ার পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এছাড়া ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সোমবার রাতের পর থেকে বীনাপানি দেবীর স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বড়মার অবস্থা অত্যন্ত সংকটজনক। বড়মার বয়স ১০০ পেরিয়েছে। এই অবস্থায় বুকে সংক্রমণ রয়েছে তাঁর। যা কোনও ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে বলেও জানা গিয়েছে। বড়মার রক্তচাপ অনিয়ন্ত্রিত বলেও জানা গিয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে মাল্টি অর্গান ফেলিওরের আশঙ্কা থেকে যাচ্ছে। তবে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেশ কিছুদিন ধরে অসুস্থ মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবী। গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে। পুত্রবধূ সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছিলেন, বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তিনি জ্ঞানও হারান। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় বড়মাকে।