For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্বেতশুভ্র মণ্ডপে হাজারও কারুকার্য, ৬৮তম বর্ষে তাক লাগাতে তৈরি বালিগঞ্জ কালচারালের পুজো

৬৮তম বর্ষে শোলার মণ্ডপ সজ্জা নিয়ে আসছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

৬৮তম বর্ষে শোলার মণ্ডপ সজ্জা নিয়ে আসছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। কালচার কথার অর্থ সংস্কৃতি। আর প্রতি বছর সেই সংস্কৃতিরই ধারাই বয়ে চলেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।

শ্বেতশুভ্র মণ্ডপে হাজারও কারুকার্য, ৬৮তম বর্ষে তাক লাগাতে তৈরি বালিগঞ্জ কালচারালের পুজো

শোলার কারুকার্য খচিত মণ্ডপের এই বিশেষ থিম ভাবনা ও রূপায়ণে এবারেও থাকবেন শিল্পী বিমান সাহা। শিল্পীর কথায়, একটা সময় শোলার ব্যাপক প্রচলন ছিল। কিন্তু এখন সেই ব্যবহার কমছে। যুগের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই শোলার কাজ। কিন্তু কিছু মানুষ এখনও আছেন যাঁরা ভুলে যাননি অবলুপ্তির পথে পা বাড়ানো সেই শিল্পকে।

শ্বেতশুভ্র মণ্ডপে হাজারও কারুকার্য, ৬৮তম বর্ষে তাক লাগাতে তৈরি বালিগঞ্জ কালচারালের পুজো

তাই গোটা মণ্ডপ জুড়েই থাকবে শোলার কারুকার্যখচিত নানা নিদর্শন। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার নানা আঙ্গিক এই শোলার কাজে ফুটিয়ে তোলা হবে। এই মণ্ডপ তৈরির জন্য কাজ করছেন দু'টি গ্রামের ৪০ জন শিল্পী ও তাঁদের ২০০ জন সহকর্মী।'

শ্বেতশুভ্র মণ্ডপে হাজারও কারুকার্য, ৬৮তম বর্ষে তাক লাগাতে তৈরি বালিগঞ্জ কালচারালের পুজো

প্রতিমা শিল্পী থাকছেন জনপ্রিয় প্রদীপ রুদ্র পাল। প্রতি বছরের মতো এবারও সাবেকিয়ানায় মোড়া থাকবে প্রতিমা।
গত বছরের থিম ছিল 'জাতে মেটাল, তালে ঠিক'। মণ্ডপসজ্জায় তামা-পিতল-কাঁসা ব্যবহার করা হয়েছিল। প্রবেশপথে এক লক্ষ পিতলের ঘণ্টা দিয়ে তৈরি হয়েছিল হনুমানজির মূর্তি।

আর এবার দশভূজার আগমনে ঝকঝকে নীল আকাশের বুকে 'সাদা মেঘের ভেলা' ভেসে বেড়াচ্ছে। সাদা পেঁজা তুলোর মতো এই মেঘের ভেলা দেখার জন্য আমাদের সারা বছরের অপেক্ষা করে থাকা। সেই সঙ্গে সাদা কাশ ফুল আর সাদা শোলার নিখুঁত কাজে দুর্গা মণ্ডপ। আকর্ষণীয় হবে বলে আশাবাদী বালিগঞ্জ কালচারের কর্মকর্তারা। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এ বারের পুজোর উদ্বোধনেও রয়েছেন যথারীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Ballygunj Cultural Association Durga Puja enters on its 68th year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X