বাগবাজারের আগুনের আঁচ পড়েনি মায়ের বাড়িতে
বাগবাজারের আগুনে প্রচুর ক্ষতি হলেও আগুনের আঁচ পড়েনি মায়ের বাড়িতে। বিরাট আগুনের লেলিহান শিখার গ্রাসে অক্ষত মায়ের বাড়ি।

বুধবার সন্ধ্যায় আগুনের লেলিহান শিখা গ্রাস করে বাগবাজার ব্রিজের কাছের বস্তি। বিধ্বংসী আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে 3 ঘণ্টার বেশি সময় লেগে যায় দমকল কর্মীদের। আগুনের জেরে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব প্রায় এক হাজার মানুষ। হারিয়েছেন নথিপত্র থেকে সোনা দানা সব।
বেলুড় মঠ ও মিশন সূত্রে জানা গিয়েছে, মায়ের বাড়ির একাংশে আগুন ছড়িয়ে পড়লেও, আগুনের আঁচ পড়ে নি মায়ের বাড়িতে।
অক্ষত মায়ের মন্দির। সম্পাদক সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন, 'অক্ষত রয়েছে মায়ের বাড়ি। বিধ্বংসী আগুনের লেলিহান শিখা স্পর্শ করেনি মায়ের বাড়ি।" তবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ১২২ বছরের পুরনো রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্বোধন কার্যালয়। উদ্বোধন কার্যালয়ের প্রায় অর্ধেক অংশ পুড়ে গিয়েছে।

অন্যদিকে পাশের ঝুপড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় উদ্বোধন কার্যালয়ের একতলার পাঁচিলে পড়েছে একাধিক ফাটল। তিনতলার লাইব্রেরি পুড়ে ছারখাড় হয়ে গিয়েছে। দোতলায় সারদানন্দ হলেও আগুন তার দাপট দেখিয়েছে।
এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে বেলুড় মঠের সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন, এলাকায় যা ক্ষতি হয়েছে তার জন্য তাঁরা ত্রাণ নিয়ে প্রস্তুত রয়েছে।