For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিজের থেকে যাওয়া অংশের নিচেই তাপ্পি, গজিয়েছে গাছ! দেখুন ভিডিও

মঙ্গলবার বিকেলে ব্রিজ ভেঙে পড়ার পর থেকে যে অভিযোগ বারবার উঠে আসছে সেটি হল রক্ষণাবেক্ষণের অভাব। মাস ছয়েক আগে কীভাবে পূর্ত দফতর ব্রিজটিকে ফিট সার্টিফিকেট দিল তা নিয়েও উঠছে প্রশ্ন।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার বিকেলে ব্রিজ ভেঙে পড়ার পর থেকে যে অভিযোগ বারবার উঠে আসছে সেটি হল রক্ষণাবেক্ষণের অভাব। মাস ছয়েক আগে কীভাবে পূর্ত দফতর ব্রিজটিকে ফিট সার্টিফিকেট দিল তা নিয়েও উঠছে প্রশ্ন। কেননা ব্রিজের নিচেই রয়েছে তাপ্পি। পাশ থেকে গজিয়েছে গাছ। ভিডিও-তেই সেই চিত্র ধরা পড়েছে।

ব্রিজের থেকে যাওয়া অংশের নিচেই তাপ্পি, গজিয়েছে গাছ! দেখুন ভিডিও

মাঝেরহাট ব্রিজের একনম্বর স্টেশনের কাছের অংশের নিচে লোহার খাঁচা দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে। রয়েছে মোটা কাঠের অংশও। এইভাবে একটা ব্যস্ত ব্রিজকে কী ভাবে ফিট সার্টিফিটেক দেওয়া যায় তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিত্যযাত্রীরা জানাচ্ছেন, বছর খানেক আগে রাতের শেষ ট্রেন যাওয়ার পর ব্রিজের একটি লোহার বিম ভেঙে পড়েছিল। এরপর সেই বিম সরিয়ে লোহার অ্যাঙ্গেল দেওয়া হয়। যার সাপোর্টে রাখা হয় ওই লোহার খাঁচাকে।

[আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ কাণ্ডে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা পুলিশের, উঠছে নানা প্রশ্ন][আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ কাণ্ডে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা পুলিশের, উঠছে নানা প্রশ্ন]

লোহার সাপোর্ট দেওয়া অংশ ছাড়াও ব্রিজের নিচের অনেক জায়গা থেকেই সিমেন্টের প্লাস্টার খসে পড়ার চিহ্ন স্পষ্ট।

ব্রিজের অপর প্রান্ত অর্থাৎ ভেঙে পড়া অংশের ব্রিজের পাশের রেলিং দিয়েই গজিয়ে উঠছে বট-অশ্বস্থ গাছ। সেই গাছ দিয়ে জল চুঁইয়ে ভিতরে ঢুকে ব্রিজের গঠনের ক্ষতি করছে বলে মত বিশেষজ্ঞদের। সেইসব গাছ কেন কাটা হয়নি সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

[আরও পড়ুন: উদ্ধার কাজে প্রশাসনকে সার্টিফিকেট মমতার! ধন্যবাদ কাঞ্চনজঙ্ঘাকেও][আরও পড়ুন: উদ্ধার কাজে প্রশাসনকে সার্টিফিকেট মমতার! ধন্যবাদ কাঞ্চনজঙ্ঘাকেও]

[আরও পড়ুন: মহারাষ্ট্রের আঁচ এবার দিল্লিতে! ৩ লক্ষ কৃষক-শ্রমিকের ঘেরাওয়ে কাঁপল মোদীর দরবার][আরও পড়ুন: মহারাষ্ট্রের আঁচ এবার দিল্লিতে! ৩ লক্ষ কৃষক-শ্রমিকের ঘেরাওয়ে কাঁপল মোদীর দরবার]

English summary
Bad condition of the Majherhat Bridge is one of the reason for collapse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X