For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মুখ্যমন্ত্রী বিভেদের রাজনীতি করছেন।’ মমতাকে টুইট-আক্রমণে বিঁধলেন বাবুল

দশমীর পরের দিন অর্থাৎ একাদশীর দিন মহরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে নির্দেশ জারি করেন দশমীর দিন সন্ধে ছ-টা থেকে একাদশীর দিন পর্যন্ত বন্ধ থাকবে বিসর্জন। সেই পরিপ্রেক্ষিতেই টুইটে আক্রমণ।

Google Oneindia Bengali News

'মুখ্যমন্ত্রী বিভেদের রাজনীতি করছেন।' তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। দুর্গাপুজোর বিসর্জন স্থগিত প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইট আক্রমণ হানলেন বাবুল। তিনি লেখেন, 'মুখ্যমন্ত্রী বিভেদের রাজনীতি করছেন। মুসলিম তোষণের জন্যই মুখ্যমন্ত্রী বিসর্জন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।'

বিসর্জন বন্ধে মমতাকে টুইট-আক্রমণ বাবুলের

মুখ্যমন্ত্রীর বিসর্জন-সিদ্ধান্তকে কটাক্ষ করে বাবুল সুপ্রিয় কটাক্ষ করেন, 'বিসর্জনের দিনক্ষণ ঠিক করার কোনও অধিকার নেই মুখ্যমন্ত্রীর। তিনি কে বিসর্জনের দিনক্ষণ নির্দিষ্ট করার? তিনি তা করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন।'

প্রসঙ্গত উল্লেখ্য, দশমীর পরের দিন অর্থাৎ একাদশীর দিন এবার মহরম পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে জানান, দশমীর দিন সন্ধে ছ-টা থেকে একাদশীর দিন পর্যন্ত বন্ধ থাকবে বিসর্জন। মহরমের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের দিন থেকে যথারীতি বিসর্জন চলবে।

মমতাকে টুইট-আক্রমণ বাবুলের

সেই পরিপ্রেক্ষিতেই বাবুল সুপ্রিয় তাঁর টুইটার অ্যাকাউন্টে প্রতিবাদ জানান, মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী বিশেষ উদ্দেশ্য নিয়েই প্রতিমা নিরঞ্জন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এখানেই সীমাবদ্ধ নয় এই বিতর্ক। সঙ্ঘ ও বিজেপি বিসর্জন প্রসঙ্গে আদালতে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন।

বিজেপি বা সঙ্ঘ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ আনলেও, মুখ্যমন্ত্রী ওইদিন বৈঠকে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন পুজো, ইদ ও মহরম উদ্যোক্তাদের। দুর্গাপুজোর মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, মহরম ও বিসর্জন নিয়ে কোনওরকম অশান্তি যাতে না হয়, সে দিকে সদা সতর্ক থাকতে হবে সবাইকে। বাবুলের পাল্টা, মুখ্যমন্ত্রী একই কাজ করেছিলেন গতবছর। এবারও সেই ভুল করলেন। টুইটারে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন বাবুল সুপ্রিয়-র ফলোয়াররাও।

English summary
BJP MP Babul Supriyo tweet-attacks CM Mamata Banerjee regarding immersion of Durgapujo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X