For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় বাবুল-কবীর সুমন বিতর্ক! দুজনেই ব্লক করলেন দুজনকে

বিতর্ক থেকে সংঘাত। যার জেরে দুই শিল্পী তথা রাজনীতিক একে অপরকে ব্লক করে দিলেন। শিল্পী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া এই দুই ব্যক্তি হলেন, কবীর সুমন এবং বাবুল সুপ্রিয়।

  • |
Google Oneindia Bengali News

বিতর্ক থেকে সংঘাত। যার জেরে দুই শিল্পী তথা রাজনীতিক একে অপরকে ব্লক করে দিলেন। শিল্পী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া এই দুই ব্যক্তি হলেন, কবীর সুমন এবং বাবুল সুপ্রিয়। একসময়ে তৃণমূল নেত্রীর সুনজরে থাকায় সাংসদ হওয়া সুমন সমালোচনার জেরে দিদির কুনজরে পড়ে যান। যদিও এই মুহুর্তে তৃণমূল নেত্রীর প্রতিই তাঁর ভরসা ও ভালবাসা।

বাবুলকে মঞ্চে ক্ষমতা দেখানোর আহ্বান

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে মঞ্চে ক্ষমতা দেখানোর আহ্বান জানিয়েছেন কবীর সুমন। এদিন সকালের ফেসবুক পোস্টে সুমন বলেছেন, তাঁর একটি গান শুনে বাবুল সুপ্রিয় , তাকে একের পর এক হোয়াটসঅ্যাপ করতে থাকেন। তাই তাঁকে রাজনৈতিক গানের চ্যালেঞ্জ জানিয়েছেন কবীর সুমন। সেখানে বাবুল সুপ্রিয়-র পোস্টও জুড়ে দিয়েছেন তিনি।

বাবুল চ্যালেঞ্জ নেননি, বলছেন সুমন

ফেসবুক পোস্টে কবীর সুমন বলেছেন, তিনি ভেবেছিলেন বাবুল তার চ্যালেঞ্জ নেবেন। কিন্তু তিনি তা নেননি। বলেছেন সুমন।

কবীর সুমনের নৈতিকতা নিয়ে প্রশ্ন

কবীর সুমনের নৈতিকতা নিয়ে প্রশ্ন

সোশ্যাল মিডিয়ায় পোস্টে নিজেকে মমতা পন্থী বলে দাবি করেছেন কবীর সুমন। বলেছেন, হিন্দুধর্মসর্বস্ব পার্টির কোনও সদস্য যখন তার(সুমন) ধর্ম নিয়ে কথা বলে তখন ভারি মধুর লাগে। নিজেদের মধ্যে কথোপকথন সোশ্যাল মিডিয়ায় তুলে দেওয়া নিয়ে অনেকেই কবীর সুমনের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

বাবুল সুপ্রিয়-র আক্রমণ সুমনকে

সোশ্যাল মিডিয়ায় অপর একজনের সঙ্গে কথোপকথন প্রকাশ করে দেওয়া নিয়ে বাবুল সুপ্রিয় আক্রমণ করেছেন কবীর সুমনকে। তিনি বলেছেন, বিকৃত মানসিকতার লোক কবীর সুমন। তিনি জাকির নায়েক আর কবীর সুমনের মধ্যে কোনও ফারাক দেখেন না বলে জানিয়েছেন।

English summary
Babul Supriyo and Kabir Suman debate in Social Media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X