For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানের মধ্যেই চড়ছে রাজনৈতিক পারদ, সিইএসসির পাশে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ বাবুলের

গাছ সরানো না হলে সিইএসসি কাজ করবে কীভাবে। পাল্টা প্রশাসক ফিরহাদকে আক্রমণ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র।

Google Oneindia Bengali News

গাছ সরানো না হলে সিইএসসি কাজ করবে কীভাবে। পাল্টা প্রশাসক ফিরহাদকে আক্রমণ বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র। তিনি অভিযোগ করেছেন, ঠিক সময়ে গাছ কাটা হয়নি কলকাতার রাস্তায় যার কারণেই কাজ করতে সমস্যায় পড়েছে সিইএসসি। ঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেনও প্রস্তুতি নেয়নি পুরসভা? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়।

বাবুলের আক্রমণ

বাবুলের আক্রমণ

আম্ফান পরবর্তী পরিস্থিতিতে বিপর্যস্ত রাজ্য। মোদীর সফরের দিন সুর নরম করে বলেছিলেন দুই দক্ষ প্রশাসক কাজ করছেন। তার দুদিনের মাথায় ফের সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কলকাতা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সিইএসসি পাশে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ শানালেন পুরসভাকে। আগে থেকে কেন প্রস্তুতি নেয়নি পুরসভা। গাছ না কাটার জন্যই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে দেরি হচ্ছে বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি।

ফিরহাদের হুঁশিয়ারি

ফিরহাদের হুঁশিয়ারি

এনাফ ইস এনাফ। কলকাতায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিত করা নিয়ে সোমবার এভাবেই সিইএসসিকে হুঁশিয়ারি িদয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। সব রাস্তায় গাছ পরিষ্কার হয়ে গিয়েছে। এবার দ্রুত লোক বল বাড়িয়ে পরিষেবা স্বাভাবিক করার কথা বলেছেন তিনি। মেয়ররের দাবি সাড়ে পাঁচ হাজার গাছ একদিনে কেটে পরিষ্কার করা সম্ভব নয়। তৎপরতার সঙ্গে কাজ করেছে পুরসভার কর্মীরা। কিন্তু আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখেনি সিইএসসি যার জেরেই এই বিপত্তি।

কলকাতায় বিদ্যুতের দায় রাজ্য সরকারের নয়

কলকাতায় বিদ্যুতের দায় রাজ্য সরকারের নয়

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি দায় ঝেড়ে ফেলে বলেছিলেন কলকাতার বিদ্যুৎ সরবরাহ করে বেসরকারি সংস্থা সিইএসসি। বাম আমলেই এই হস্তান্তর হয়েছিল। কাজেই তারা ঠিক মত কাজ করছে কিনা সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকাকারের নয়।

সিইএসসির দাবি

সিইএসসির দাবি

চাপে পড়ে কোনঠাসা সিইএসসি সাংবাদিক বৈঠক করে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। রাতের মধ্যেই শহরের ৯৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।যদিও এখনও অন্ধকারে রয়েছে বেহালা।

English summary
Babul Supriyo accused KMC for nor restor electricity in amphan hit Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X