করোনা আবহে ছ’মাস পর মেট্রো চালু হওয়ায় ফের আশায় বুক বাঁধছেন অটো চালকরা
করোনা আবহে কলকাতা শহরের অটো রুটগুলি এতদিন বন্ধ অবস্থায় পড়েছিল। আনলক পর্যায়ে শহরের বেশ কিছু অটো রুট শুরু হলেও লাভের মুখ দেখতে পারছেন না অটো চালকরা। তার ওপর ভাড়া বেড়েছে দ্বিগুণ, সেভাবে রাস্তায় যাত্রীসংখ্যাও কম। তাই কার্যত ধুঁকতে ধুঁকতে চলছে অটো।

শহরের ৫০টি রুটের অটো চালকরা মেট্রোর ওপর নির্ভরশীল। কিন্তু করোনা আতঙ্কে সেই মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন অটো চালকরা। গত ছ’মাস ধরে বন্ধ মেট্রো। তাই অগত্যা যাত্রীদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অটো চালকদের। যার ফলে ট্রিপও কমে যাচ্ছে।
শহরের ১৬৫টি রুটে ৩৫ হাজারের বেশি অটো চলে, অথচ হাজার হাজার অটো চালক এখন কার্যত বেকার। তাঁদের প্রতিদিন গড়ে আয় ৩০০ থেকে ৪০০ টাকা, মাসিক বেতন না পেলেও অটো চালকদের জীবন এতদিন বেশ স্বাচ্ছন্দ্যেই কাটছিল। কিন্তু বাধ সাধল করোনা ভাইরাস। তবে আনলক ৪–এ মেট্রো চালুর খবরে আশায় বুক বাঁধছেন তাঁরা। মেট্রো শুরু হলে একটু হলেও যাত্রী হবে অটোতে। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই রয়েছেন অটো চালকরা।

নারকেলডাঙায় ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই, রোজনামচা চালানোর আতঙ্কই গ্রাস করছে বস্তিবাসীদের