২৪ ঘন্টায় ৩০-এর বেশি অভিযোগ! কলকাতায় ফিরল এটিএম জালিয়াতির আতঙ্ক
গ্রাহকের কাছেই এটিএম কার্ড। আসছে না কোনও ওটিপি। শুধু টাকা তোলার পর আসছে একটি এসএমএস। অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা। গত ২৪ ঘন্টায় যাদবপুর থানা এলাকায় অন্তত ২৫ টি অভিযোগ জমা পড়েছে রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্ক মিলিয়ে। আশপাশের এলাকার এটিএমগুলি পরীক্ষা করে দেখা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও কোনও রকমের আলোকপাত করতে পারেনি কলকাতা পুলিশ।

কলকাতায় ফের এটিএম প্রতারণার আতঙ্ক
কলকাতায় ফের এটিএম প্রতারণার আতঙ্ক। এবার আতঙ্ক যাদবপুর এলাকায়। প্রায় ৪৮ ঘন্টা আগে থেকে অভিযোগ আসতে শারু করলেও, রবিবার ও সোমবার এই অভিযোগের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায়। প্রায় সব ক্ষেত্রেই দেখা যায়, দিল্লির এটিএম থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে।

জমা পড়েছে ৩০ টির বেশি অভিযোগ
যাদবপুর থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার সেখানে ১৪ টি অভিযোগ জমা পড়েছে আর সোমবার জমা পড়েছে ১৫ টির বেশি অভিযোগ।

টাকা উঠিয়ে নেওয়ার পর ঢুকছে এসএমএস
ভুক্তভোগি গ্রাহকরা জানাচ্ছেন, টাকা তোলার পর এসএমএস ঢুকছে। এরপর ব্যাঙ্কের হেল্পলাইনে ফোন করলে এটিএম কার্ড ব্লক করে দেওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি স্থানীয় থানায় এফআইআর করার পরামর্শও দেওয়া হচ্ছে তাদের।
গত বছরেও কলকাতার একাধিক এটিএম-এ জালিয়াতির ঘটনা ঘটেছিল। পরে তদন্তে দেখা যায় স্কিমার বসিয়ে সেই জালিয়াতি করা হয়েছিল। যাদবপুরের অভিযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট এটিএমগুলি পুলিশ পরীক্ষা করে দেখছে।

তদন্তে বিশেষ দল
বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে লালবাজারের ব্যাঙ্ক ফ্রড সেকশন ও সাইবার ফ্রড সেকশন। তদন্তের জন্য একটি দলও গঠন করা হয়েছে। তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদেকও সাহায্য নেওয়া হচ্ছে।
মতুয়া ভোট পুনরুদ্ধারে একা 'মমতা’য় ভরসা নেই তৃণমূলের! 'বোড়ে’র চাল মুখ্যমন্ত্রীর