For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরসভায় কোনও অভিযোগ জানানো হয়নি,কসবা টিকাকাণ্ডের দায় গ্রহীতাদের উপর চাপালেন অতীন ঘোষ

পুরসভায় কোনও অভিযোগ জানানো হয়নি,কসবা টিকাকাণ্ডের দায় গ্রহীতাদের উপর চাপাল পুরসভা

Google Oneindia Bengali News

কসবার ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিেয় পাল্টা গ্রাহীতাদের উপরেই দায় চাপাল কলকাতা পুরসভা। মেয়র পারিষদ অতীন ঘোষ সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন এখনও পর্যন্ত ওই ক্যাম্পে টিকা নেওয়া কোনও গ্রহীতা কলকাতা পুরসভায় অভিযোগ জানানো হয়নি। মিমি চক্রবর্তীই প্রথম ফোন করে জানান। তাঁর ফোন পাওয়ার পরেই কলকাতা পুরসভা উদ্যোগী হয়। তিনি দাবি করেছেন টিকাকরণ ক্যাম্পের অনুমতি কলকাতা পুরসভা দেয় না।

দায় এড়াল পুরসভা

দায় এড়াল পুরসভা

কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্পের দায় এড়াল কলকাতা পুরসভা। অতীন ঘোষ সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন পুরসভা টিকাকরণ ক্যাম্পের অনুমতি েদয় না। যারা টিকা নিয়েছেন এই ক্যাম্প থেকে তাঁদের সবার আগে অভিযোগ জানানো উচিত ছিল। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও গ্রহীতা অভিযোগ জানাননি। মিমি চক্রবর্তীর ফোন পেয়েই উদ্যোগী হয়েছিল কলকাতা পুরসভা।

 রেজিস্ট্রেশন করতে হয় টিকার

রেজিস্ট্রেশন করতে হয় টিকার

করোনা টিকাকরণের জন্য আগে রেজিস্ট্রেশন করতে হয়। সেটা সকলেই জানেন। কিন্তু ভুয়ো টিকাকরণ ক্যাম্পে সরকম কোনও কিছুই করানো হয়নি। এমনকী টিকা নেওয়ার পর তাঁদের কাছে কোনও এসএমএসও আসেনি। সেটা নিয়ে কারোর কেন কোনও সন্দেহ হয়নি এই নিয়ে উল্টে প্রশ্ন তুলেছেন অতীন ঘোষ। তিনি দাবি করেছেন যাঁরা সেখানে যাচ্ছেন তাঁদেরও উচিত ছিল এটা নিয়ে সচেতন থাকা। তাঁদেরও কিছু দায়িত্ব রয়েছে।

করোনার টিকা দেওয়া হয়নি

করোনার টিকা দেওয়া হয়নি

কসবায় ভুয়ো টিকাকরণ কেন্দ্রে করোনার টিকা দেওয়া হয়নি বলে মনে করছে পুরসভা।দেবাঞ্জনের কসবরা অফিস থেকে ফরেন্সিক দল তল্লাশি চালিয়ে প্রচুর ভায়াল উদ্ধার করেছে। সেগুলি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কোনও ভায়ালে এক্সপায়ারি ও ম্যানুফ্যাক্টারিং ডেট কিছু লেখা নেই। বিসিজি কিম্বা হামের টিকা দেওয়া হতে পারে বলে দাবি করেছেন অতীন ঘোষ। পাউডারের সঙ্গে জল মিশিয়ে ভ্যাক্সিন তৈরি করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

 ভুয়ো আইএস সেজে প্রতারণা

ভুয়ো আইএস সেজে প্রতারণা

ভুয়ো আইএএস সেজে কসবায় টিকাকরণ ক্যাম্প চালিয়েছিল দেবাঞ্জন দেব। তাকে গ্রেফতার করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। নিজের ভুয়ো কোম্পানির ১৭১ জন স্টাফকে টিকাকরণের জন্য মাইক্রো ফিনান্স কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিল দেবাঞ্জন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁরাই অভিযোগ দায়ের করেছে।

English summary
Atin Ghosh says KMC claimed No one complain against Kasba Corona vaccination camp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X