For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজভবনে টাঙানো হল ভারতরত্ন বাজপেয়ীর ছবি

রাজভবনে টাঙানো হল ভারতরত্ন বাজপেয়ীর ছবি

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

অটল বিহারী বাজপেয়ী দেশের তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এমনকি তিনি পেয়েছিলেন ভারতরত্ন। তার জন্মদিনে আমার মনে হয়েছে রাজভবনের মতো একটা ঐতিহ্যশালী জায়গায় তার একটা ছবি রাখা দরকার। সেই কারণেই তার এই পোর্ট্রেট তৈরি করে রাজভবনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রাজভবনে টাঙানো হল ভারতরত্ন বাজপেয়ীর ছবি

অটল বিহারী বাজপেয়ী ছাড়াও দেশের যে সমস্ত জ্ঞানী গুণী মানুষেরা ভারতরত্ন পেয়েছেন তাদের ছবিও এই রাজভবনে সুন্দর করে রাখা আছে। আজ থেকে রাজভবন এর মতো এই ঐতিহ্যশালী ভবনে স্থান পাবে দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর এই ছবিটি।

বুধবার রাজভবনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পোর্ট্রেট উদ্বোধন করে এমনই মন্তব্য করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। পাশাপাশি তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি আবেদন জানিয়েছিলেন কিন্তু তার বা রাজ্য সরকারের তরফ থেকে কোনরকম একনলেজমেন্ট আসেনি এতে তিনি ব্যথিত। তবে তিনি আশা রাখেন আগামী দিনে এটাকে নিয়ে চর্চা না করে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনেই সামনের দিকে তাকিয়ে আরো এগিয়ে নিয়ে যাবেন রাজ্যকে।

তিনি বলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি তার সঙ্গে ১৫দিন সময় পার করেছেন ইউরোপের সফরসঙ্গী হয়ে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্থানের সময় সেটা এই অটল বিহারি বাজপেয়ির হাত ধরে হয়েছিল তাই তার আজকে এই অনুষ্ঠানে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

কেন জরুরি চিফ অব ডিফেন্স স্টাফ, জেনে নিন কয়েকটি কারণকেন জরুরি চিফ অব ডিফেন্স স্টাফ, জেনে নিন কয়েকটি কারণ

English summary
Atal Bihari Vajpayee portrait unveiled in Rajbhavan, Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X