For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ না থাকলে বসা যাবে না প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায়

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে হলে এবার থেকে উচ্চ মাধ্যমিকে অন্তত ৫০ শতাংশের বেশি নম্বরধারীরাই বসতে পারবেন। এর কমে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসা যাবে না।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৬ এপ্রিল : প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে হলে এবার থেকে উচ্চ মাধ্যমিকে অন্তত ৫০ শতাংশের বেশি নম্বরধারীরাই বসতে পারবেন। এর কমে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসা যাবে না। পর্ষদের তরফে এই নিয়ম চালু করা হচ্ছে।

তবে যারা স্নাতক পাশ করেছেন। তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর না থাকলেও চলবে। এই সংক্রান্ত সমস্ত বিধি জানিয়ে বিজ্ঞপ্তি দিতে চলেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ।

উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ থাকতেই হবে প্রাথমিক শিক্ষক নিয়োগে

এবার থেকে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দেশিকা মেনে নিয়োগ করবে পর্ষদ। টেট পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ হলে, ন্যূনতম ৫০ শতাংশ নম্বর, স্নাতক পাশের পাশাপাশি প্রশিক্ষিতও হতে হবে। তা না হলে পরীক্ষায় বসা যাবে না। আগামিদিনে অন্য শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও একই নিয়ম রাজ্যে লাগু হতে চলেছে।

এর আগে নিয়োগ নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর অবশ্যই থাকতে হবে বলে জানানো হয়েছে। তা না হলে আবেদনই করা যাবে না বলে জানানো হয়। এই অবস্থায় ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রেই ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক করার পথেই হাঁটছে রাজ্য।

English summary
At least 50 per cent number required in Higher Secondary to qualify for Primary TET
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X